লক্ষাধিক টাকার চাকরি ছেড়ে হঠাৎ বেপাত্তা এক তরুণী! কারণ শুনে চমকে উঠবেন – এবেলা
এবেলা ডেস্কঃ
স্বাস্থ্য বাঁচাতে মোটা মাইনের চাকরি ছাড়লেন এক তরুণী, যা শুনে নেটিজেনরা হতবাক। নাম উপাসনা। একটি বেসরকারি সংস্থায় তিনি ‘ফ্রেঞ্চ অ্যাসোসিয়েট’ হিসেবে কাজ করতেন এবং মাসে ৬০ হাজার টাকা উপার্জন করতেন। কিন্তু নাইট শিফটের কারণে শারীরিক সমস্যা, যেমন মাথাব্যথা, অ্যাসিডিটি, নিম্ন রক্তচাপ এবং উদ্বেগে ভুগছিলেন তিনি। মাত্র ২২ বছর বয়সেই আর্থিক স্বচ্ছলতা অর্জন করলেও স্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে এই সাহসী সিদ্ধান্ত নেন উপাসনা। তাঁর এই পদক্ষেপের কথা তিনি একটি ইনস্টাগ্রাম ভিডিওতে তুলে ধরেন।
ভিডিওতে উপাসনা বলেন যে টাকার চেয়ে স্বাস্থ্য অনেক বেশি মূল্যবান। শরীর একবার ভেঙে পড়লে টাকা দিয়ে তাকে ফিরিয়ে আনা যায় না। তাঁর এই সাহসী পদক্ষেপ নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তাঁর সিদ্ধান্তের প্রশংসা করে নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন এবং উপাসনার এই পদক্ষেপকে অনুপ্রেরণামূলক বলে মন্তব্য করেছেন। নেটিজেনরা তাঁকে ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন এবং তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন।