গুগল ছেড়ে স্বদেশী Zoho! IT মন্ত্রীর বড় সিদ্ধান্তে চমক – এবেলা
এবেলা ডেস্কঃ
কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি এক বড় সিদ্ধান্ত নিয়েছেন। তিনি তাঁর দৈনন্দিন অফিসের কাজের জন্য গুগল ডক্স ও মাইক্রোসফট অফিসের ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছেন। এর পরিবর্তে তিনি এবার থেকে একটি দেশীয় অ্যাপ ব্যবহার করবেন। মন্ত্রীর এই পদক্ষেপকে ‘মেড ইন ইন্ডিয়া’ প্ল্যাটফর্মের প্রতি সমর্থন এবং ডিজিটাল দুনিয়ায় আত্মনির্ভরতার এক বড় দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
অশ্বিনী বৈষ্ণব টুইটারে ঘোষণা করেছেন, এখন থেকে তিনি সম্পূর্ণ দেশীয় Zoho অ্যাপ ব্যবহার করবেন। মন্ত্রীর এই সিদ্ধান্তকে প্রযুক্তি জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এতে শুধু সরকারি দপ্তর নয়, সাধারণ মানুষ এবং ছোট-বড় ব্যবসায়ী সবাই দেশীয় ডিজিটাল টুলস ব্যবহারের জন্য উৎসাহিত হবেন। জোহো একটি ক্লাউড-ভিত্তিক সফটওয়্যার, যা ডকুমেন্ট, স্প্রেডশিট এবং প্রেজেন্টেশন তৈরির মতো নানা কাজের জন্য ব্যবহৃত হয়।
জোহো কী এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ?
জোহো ১৯৯৬ সালে শ্রীধর ভেম্বু এবং টনি থমাস দ্বারা প্রতিষ্ঠিত একটি চেন্নাই-ভিত্তিক কো ম্পা নি। এটি বিভিন্ন ধরনের ক্লাউড-ভিত্তিক সফটওয়্যার এবং বিজনেস টুলস তৈরি করে। তাদের প্ল্যাটফর্মে ইমেল, অ্যাকাউন্টিং, এইচআর, প্রোজেক্ট ম্যানেজমেন্ট এবং প্রেজেন্টেশনের মতো প্রায় ৫৫টিরও বেশি টুল রয়েছে। সহজ ভাষায়, জোহোকে মাইক্রোসফট অফিসের একটি দেশি সংস্করণ বলা যেতে পারে। বর্তমানে ১৫০টির বেশি দেশে ১০ কোটিরও বেশি ব্যবহারকারী এই অ্যাপ ব্যবহার করছেন।
মন্ত্রীর এই ঘোষণার পর জোহোর প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু তাঁর সোশ্যাল মিডিয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, “এটি আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য এক বিশাল অনুপ্রেরণা। গত দুই দশকেরও বেশি সময় ধরে তাঁরা এই প্ল্যাটফর্মটি তৈরির জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন।” মন্ত্রীর এই সিদ্ধান্ত দেশীয় ডিজিটাল অ্যাপগুলোকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং বিদেশি সফটওয়্যারের ওপর নির্ভরতা কমাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।