মোদি-ছবি বিকৃতি! অভিযোগে ৭৩ বছর প্রবীণ কংগ্রেস কর্মীকে শাড়ি পরানো হলো – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিকৃত ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করার অভিযোগে এক প্রবীণ কংগ্রেস কর্মীকে জোর করে শাড়ি পরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। মহারাষ্ট্রের কল্যাণ জেলায় এই ঘটনা ঘটেছে এবং এর ভিডিও ভাইরাল হয়েছে।

জানা গেছে, ৭৩ বছর বয়সী ওই কংগ্রেস কর্মীর নাম প্রকাশ পাগাড়ে। তিনি প্রধানমন্ত্রীর একটি বিকৃত ছবি একটি বিতর্কিত গানের সঙ্গে শেয়ার করেছিলেন বলে অভিযোগ বিজেপির। এই ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীরা প্রকাশ পাগাড়েকে ডেকে পাঠায়। সেখানে তাকে জোর করে শাড়ি পরিয়ে দেওয়া হয়। ভিডিওতে দেখা যায়, প্রথমে প্রকাশ পাগাড়ে বাধা দিলেও পরে দুইজন বিজেপি কর্মী তার হাত ধরে রাখে এবং আরও দুইজন তাকে শাড়ি পরিয়ে দেয়। এই সময় বিজেপি কর্মীরা ‘ভারতীয় জনতা পার্টির জয়’ স্লোগান দেয়।

এই ঘটনার নেতৃত্ব দেন বিজেপির কল্যাণ জেলা সভাপতি নন্দর পারাব। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর এমন আসাম্মানজনক ছবি পোস্ট করা একেবারেই অগ্রহণযোগ্য। যদি আবারও আমাদের নেতাদের বিরুদ্ধে এমন চেষ্টা করা হয়, তবে বিজেপি আরও কড়া জবাব দেবে।’

অন্যদিকে, কংগ্রেস এই ঘটনার তীব্র নিন্দা করেছে। তাদের মতে, এটি মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। কল্যাণ কংগ্রেস সভাপতি শচীন পোটে জানান, বিজেপি কর্মীরা পুলিশের কাছে অভিযোগ জানাতে পারতেন, কিন্তু তারা সেটি না করে একজন বয়স্ক মানুষকে আসাম্মান করেছেন। পোটে বলেন, ‘পাগাড়ে একজন ৭৩ বছর বয়সী প্রবীণ কর্মী। যদি তিনি আপত্তিকর কিছু পোস্ট করেও থাকেন, তাহলে বিজেপির উচিত ছিল পুলিশের কাছে অভিযোগ জানানো, তাকে ভুল বুঝিয়ে জোর করে শাড়ি পরানো নয়।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *