ভারতের বিপক্ষে টেস্টে কেনও এত ভয়ঙ্কর মানব সুথার? হতাশ করলেন সিরাজ-কৃষ্ণ – এবেলা

এবেলা ডেস্কঃ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে কোহলির অবসরের পর এবার রবীন্দ্র জাডেজার সম্ভাব্য বিকল্প নিয়ে আলোচনা শুরু হয়েছে। কারণ, একটা সময় তাঁকেও সরে দাঁড়াতে হবে। বাঁহাতি স্পিন অলরাউন্ডার হিসেবে জাডেজার পর ভারতের পরবর্তী তারকা কে হতে চলেছেন, সেই প্রশ্নের উত্তর সম্ভবত পাওয়া যাচ্ছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ‘এ’ দলের হয়ে নজর কেড়েছেন এক তরুণ ক্রিকেটার, যাঁর নাম মানব সুথার। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে দুটি মাল্টি-ডে ম্যাচ খেলছে ভারত ‘এ’ দল। প্রথম ম্যাচ ড্র হওয়ার পর দ্বিতীয় বেসরকারি টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত ‘এ’ দলের অধিনায়ক ধ্রুব জুরেল। মহম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা, দুজনই টেস্ট স্কোয়াডের অংশ হওয়া সত্ত্বেও তাঁদের পারফরম্যান্স হতাশ করেছে। সিরাজ ১ উইকেট নিলেও ওভার প্রতি প্রায় ৬ রান দিয়েছেন। অন্য দিকে, কৃষ্ণার ইকোনমিও সাড়ে ৪। লাল বলের ক্রিকেটে এই ইকোনমি ভালো বলা যায় না।

প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়া ‘এ’ দলের স্কোর ৯ উইকেটে ৩৫০ রান। জ্যাক এডওয়ার্ডস ও জশ ফিলিপির বিধ্বংসী ব্যাটিং ভারতকে চাপে ফেলে দেয়। তবে প্রথম দিনের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল মানব সুথারের বোলিং। সিরাজ ও কৃষ্ণাকে যথাক্রমে ১৪ ও ১৩ ওভার বোলিং করানো হলেও মানব একাই ২৮ ওভার বল করেছেন। তিনি শুধু পাঁচ উইকেটই নেননি, তাঁর ইকোনমিও ছিল দুর্দান্ত। ম্যাচের দ্বিতীয় দিনে সাই সুদর্শন ও দেবদত্ত পাড়িক্কালের ব্যাটিংয়ের দিকে নজর থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *