অচেনা গন্তব্যে কলকাতার মেট্রো – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা শহরজুড়ে ভারী বৃষ্টির কারণে আজও ব্যাহত মেট্রো পরিষেবা। সাধারণত যে মেট্রো চলে কবি সুভাষ পর্যন্ত, আজ তা থমকে যাচ্ছে ময়দানেই। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন দক্ষিণ কলকাতার যাত্রীরা। অফিসগামী থেকে শুরু করে নিত্যযাত্রীরা বিপাকে পড়েছেন, কারণ ময়দান থেকে তাদের আর কোনো মেট্রো নেই। বাধ্য হয়েই অন্য পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন তারা।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, রবীন্দ্র সরোবর থেকে টালিগঞ্জ পর্যন্ত একাধিক স্টেশনের প্ল্যাটফর্মে জল জমেছে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি এড়াতে বাধ্য হয়েই ময়দান পর্যন্ত পরিষেবা চালু রাখা হয়েছে। জল সরানোর কাজ চলছে, তবে পুরো প্রক্রিয়াটি বিদ্যুৎ-নির্ভর হওয়ায় সমস্যা বাড়ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ভোগান্তি চলবে বলেই আশঙ্কা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *