সারার গোপন কথা জানতে কেন হঠাৎ মায়ের ভূমিকা নিলেন করিনা? কী প্রশ্ন করে বসলেন সৎ মেয়েকে? – এবেলা
এবেলা ডেস্কঃ
টি-টাউনের অন্যতম চর্চিত ও জনপ্রিয় টকশো ‘কফি উইথ করণ’-এর প্রতিটি এপিসোডই ঝড়ের গতিতে ভাইরাল হয়। যদিও এবার শাহরুখ খানকে ছাড়াই শুরু হয়েছে শো-এর নতুন সিজন, যা নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল তুঙ্গে। তবে এবার করণ জোহরের শো-তে শিরোনামে উঠে এলেন করিনা কাপুর খান ও তাঁর সৎ মেয়ে সারা আলি খান।
একসময় শহীদ কাপুরের সঙ্গে করিনা কাপুরের সম্পর্ক ছিল বলিউডের অন্যতম আলোচিত বিষয়। ‘যাব উই মেট’ ছবির শুটিং চলাকালীন তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফাঁস হয়ে যায়, যা মুহূর্তে ভাইরাল হয়েছিল। সেই সময়েই সাইফ আলি খান ও করিনার বিয়ে নিয়েও প্রচুর কটাক্ষের শিকার হতে হয়েছিল অভিনেত্রীকে। বলা হয়েছিল, একজন ডিভোর্সিকে বিয়ে করলে তাঁর কেরিয়ার শেষ হয়ে যাবে। কিন্তু করিনা সেই ধারণা ভুল প্রমাণ করে নিজেকে বলিউডের অন্যতম সফল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন।
করণ জোহরের শো-তে সারা আলি খান তাঁর সৎ মা করিনার সামনে বেশ সাবলীলভাবে নিজের প্রেম, এমনকি ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ নিয়েও কথা বলেন। তবে, যখন সারা জানিয়েছিলেন যে তাঁর জীবনে কোনো ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ নেই, তখন করিনা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন।
এরপরই করিনা সম্পর্ক নিয়ে সারাকে একের পর এক প্রশ্ন করতে শুরু করেন। তিনি তাঁর প্রেমিককে সন্দেহ করেন কি না বা তাঁর ফোন চেক করেন কি না, এমন সব প্রশ্ন করা হয়। এর জবাবে সারার একটাই উত্তর ছিল, ‘না’। কারণ, তিনি সম্পর্কে ব্যক্তিগত পরিসর বা স্পেস দেওয়াকেই বেশি পছন্দ করেন। যদিও বর্তমানে সারার জীবনে কোনো সম্পর্কের ইঙ্গিত নেই।