ট্র্যাফিক এড়াতে আন্ডারপাস দিয়ে যেতে বলায় ক্ষেপে গেল উবার চালক, মহিলা যাত্রীদের রড নিয়ে তাড়া! – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়ডার রাস্তায় একদল মহিলা যাত্রীর সঙ্গে ভয়ংকর অভিজ্ঞতা হলো এক উবার চালকের। ট্র্যাফিক এড়াতে আন্ডারপাস দিয়ে যাওয়ার অনুরোধ করায় চালক কেবল গালিগালাজই করেননি, গাড়ি থেকে রড বের করে মারার এবং খুনের হুমকিও দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ভয়াবহ ঘটনার কথা রেডইট প্ল্যাটফর্মে জানিয়েছেন আক্রান্ত মহিলাদেরই একজন।

অভিযোগকারী জানান, তাঁরা নয়ডার বোটানিক্যাল গার্ডেন থেকে অফিসে যাওয়ার জন্য ক্যাব বুক করেন। পথে অতিরিক্ত যানজট থাকায় সামনের সিটে বসে থাকা তার এক বন্ধু চালককে ইউ-টার্ন না নিয়ে আন্ডারপাস দিয়ে যাওয়ার অনুরোধ করেন। আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন চালক। তিনি অভদ্রভাবে বলেন, “চুপ করে থাকুন, আমি শুধু ম্যাপ দেখেই চালাব।” ভদ্রভাবে কথা বলতে বলা হলে তিনি আরও রেগে যান এবং চিৎকার করে বলেন, “তোরা কে? তোর মতো দশ জন আমার অধীনে কাজ করে।”

মহিলারা তাকে গাড়ি থামাতে বললে, চালক প্রথমে ভাড়া মিটিয়ে দেওয়ার জন্য চাপ দেন। তারা তাতে রাজি না হওয়ায়, গাড়ি থামিয়ে ডিকি থেকে একটি সাদা রড বের করে তাদের হুমকি দিতে থাকেন। অভিযোগকারী জানান, চালক তাদের বলেন, “এর জন্য জেলে যেতে হলেও আমি তোদের খুন করব।”

তিনি আরও বলেন, তারা যখন এই ঘটনার ভিডিও করা শুরু করেন, চালক তাদের মারতে তেড়ে আসেন। চারদিকে লোক থাকা সত্ত্বেও কেউ তাদের সাহায্যে এগিয়ে আসেনি, উল্টে অনেকে হাসাহাসি করছিল। পুলিশ থেকেও তাৎক্ষণিক কোনো সাহায্য পাওয়া যায়নি বলে তিনি অভিযোগ করেন। তার মতে, চালক সম্ভবত মত্ত বা মাদকাসক্ত অবস্থায় ছিলেন।

অভিযুক্ত চালক ও গাড়ির বিস্তারিত তথ্য উল্লেখ করে এই পোস্টটি রেডইটে ভাইরাল হয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত উবার কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগেও গুজরাটে উবার চালকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *