বালি-পাথরে নালা বন্ধ! কলকাতার জল জমার জন্য মেট্রোকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী – এবেলা
এবেলা ডেস্কঃ
মুষলধারে বৃষ্টিতে বেহাল কলকাতা। ভোর থেকে জল নামাতে হিমশিম খাচ্ছে কলকাতা পুরসভা। এই পরিস্থিতিতে মহানগরীর জল জমার জন্য এবার সরাসরি মেট্রো কর্তৃপক্ষকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, মেট্রোর কাজের জন্য বালি এবং অন্যান্য নির্মাণ সামগ্রী দিনের পর দিন রাস্তার ধারে পড়ে থাকে, যার কারণে শহরের নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে।
মঙ্গলবার সন্ধ্যায় একটি সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে কড়া বার্তা দেন। তিনি বলেন, “মেট্রোর কাজের জন্য দিনের পর দিন বালি, মেটেরিয়ালস পড়ে থাকে। নালা বন্ধ হয়ে যায়। এর দায় ওদেরও নিতে হবে।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, “বর্ষা এবার একটু তাড়াতাড়ি এসেছে। মেট্রোর কাজের জিনিসপত্র ফেলে রাখায় নিকাশি নালা বন্ধ হয়ে গিয়েছে। এই দায়িত্ব মেট্রোকেই নিতে হবে। আমি ওদের বলেছি যাতে তারা দায়িত্বশীলতার পরিচয় দেয়।”
শুধু মেট্রো নয়, বিদ্যুতের তারে প্রাণহানির ঘটনা নিয়েও এদিন ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সিইএসসি-কে (CESC) নিশানা করে তিনি বলেন, “বিদ্যুতের কারণে ৮-৯ জন মারা গিয়েছেন। সিইএসসি-কে বলেছি রাস্তার খোলা তারগুলো সরাতে হবে।” তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক সাহায্যের আশ্বাসও দেন। মুখ্যমন্ত্রী বলেন, “জীবনের কোনো বিকল্প হয় না। তবু সরকারের তরফে আর্থিক সাহায্য দেওয়া হবে। আমার মনে হয় প্রত্যেক পরিবারকেই অন্তত ৫ লক্ষ টাকা দেওয়া উচিত।” একইসঙ্গে তিনি জনসাধারণকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেন।
সূত্রের খবর, সল্টলেক বাইপাস এবং সেক্টর ফাইভ সংলগ্ন এলাকায় মেট্রোর কাজের জন্য প্রধান নিকাশি নালা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে টেকনোপলিস থেকে এএলবিএল (ALBL) ক্রসিংয়ের কাছে ৫ নম্বর পাম্পিং স্টেশন পর্যন্ত এবং উইপ্রোর কাছে নিকাশি পাইপের একটি অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। মেট্রোর কাজ শেষ না হওয়ায় এখনো সেই লাইন মেরামত করা সম্ভব হয়নি।