ভয়ংকর ঘটনা! মহিলাকে খেয়ে ফেলল হিংস্র ভাল্লুক, উদ্ধারে যাওয়া দলকে দেখেও ফিরে এল বারবার – এবেলা
এবেলা ডেস্কঃ
এক হাড়হিম করা ঘটনায় রাশিয়া কেঁপে উঠেছে। ৬৩ বছর বয়সী এক বৃদ্ধাকে নৃশংসভাবে আক্রমণ করে মেরে ফেলেছে একটি বন্য ভাল্লুক। ভয়াবহ ব্যাপার হলো, ভাল্লুকটি কেবল ওই মহিলাকে মেরেই ক্ষান্ত হয়নি, তাকে ছিঁড়ে খেয়ে ফেলেছে। সবথেকে আশ্চর্যের ঘটনা হলো, উদ্ধারে আসা বন দপ্তরের দলটিকে ভয় দেখিয়েও ভাল্লুকটি বারবার ফিরে আসছিল মৃতদেহের কাছে।
ঘটনাটি ঘটেছে রাশিয়ার সাখালিন দ্বীপে। লিউমিলা কোমারোভা নামে ওই মহিলা তার এক বন্ধুর সঙ্গে জঙ্গলে বেরি ফল কুড়াতে গিয়েছিলেন। সে সময়ই একটি বিশালাকার ভাল্লুকের মুখোমুখি হন তিনি। কিছু বুঝে ওঠার আগেই হিংস্র ভাল্লুকটি তাকে জঙ্গলে টেনে নিয়ে যায় এবং আক্রমণ করে। মহিলাটির বন্ধু দূর থেকে এই নৃশংস দৃশ্যটি দেখছিলেন। তিনি চিৎকার করে সাহায্য চাইলেও ভাল্লুকটি ভ্রূক্ষেপ করেনি। পরে যখন সাহায্য নিয়ে ফিরে আসা হয়, তখন সেখানে কেবল ওই মহিলার ছেঁড়া পোশাক, ব্যাগপ্যাক আর রক্তমাখা জুতো পড়ে ছিল।
মহিলাটির মৃতদেহ উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছান বন দপ্তরের কর্মকর্তারা। কিন্তু তারা যা দেখলেন তাতে ভয়ে জমে যান। মহিলার ক্ষতবিক্ষত দেহটি পড়ে ছিল জঙ্গলের ভেতরে। এর থেকে ৫০ মিটার দূরে বসে ছিল একটি ভাল্লুকের বাচ্চা। এরপরই কর্মকর্তারা দেখতে পান একটি বিশাল স্ত্রী ভাল্লুককে, যা মৃতদেহের দিকে এগিয়ে আসছিল। কর্মকর্তারা গুলি চালিয়ে তাকে তাড়ানোর চেষ্টা করেন। কিন্তু আশ্চর্যজনকভাবে ভাল্লুকটি পাঁচবার ফিরে আসে মৃতদেহের কাছে।
বন কর্মকর্তারা বলছেন, মা ভাল্লুক তার বাচ্চার জন্য খুবই আগ্রাসী হয়। হয়তো লিউমিলাকে ভাল্লুকটি নিজের ও তার বাচ্চার জন্য হুমকি বলে মনে করেছিল। সেজন্যই সে তাকে আক্রমণ করে মেরে ফেলে। উদ্ধারকারী দলের উপস্থিতিতেও সে তার বাচ্চাকে একা ফেলে যেতে চায়নি, তাই বারবার ফিরে আসছিল। শেষ পর্যন্ত বন দপ্তরের দল ভাল্লুকটিকে গুলি করে মেরে ফেলে। এই ঘটনায় ভাল্লুকের বাচ্চাটিও সামান্য আহত হয়েছে বলে জানা গেছে।