পুজোর আগে মুখে ব্রণ? উৎসবের আনন্দে বাধা দিতে পারে এই সমস্যা, শেষ মুহূর্তে জানুন সমাধান – এবেলা
এবেলা ডেস্কঃ
পুজো আসতে আর মাত্র চারদিন বাকি। শেষ মুহূর্তের কেনাকাটা চলছে জোরকদমে, কেনা হচ্ছে নতুন পোশাক আর মেকআপের জিনিসপত্র। কিন্তু শেষ মুহূর্তে যদি মুখে ব্রণ দেখা দেয়, তাহলে সমস্ত আনন্দই মাটি। বিশেষ কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে মুখে লালচে ব্রণ দেখে মন খারাপ হয় অনেকেরই।
তবে উৎসবের এই সময়ে যাতে এমন অনাকাঙ্ক্ষিত সমস্যা না হয়, তার জন্য জেনে নিন কিছু বিশেষ নিয়ম। শেষ মুহূর্তে মেনে চললে পুজোর সময় আপনার ত্বক থাকবে উজ্জ্বল ও ব্রণমুক্ত।
খাবারদাবার নিয়ে সচেতন হন
পুজোর সময় খাওয়া-দাওয়ায় অনিয়ম হবেই। তাই তার আগেই ডায়েটের দিকে বিশেষ নজর দিন। ব্রণ কমাতে চাইলে এই ক’টা দিন ভাজাভুজি, অতিরিক্ত তেলযুক্ত বা প্রক্রিয়াজাত খাবার একেবারেই এড়িয়ে চলুন। একই সঙ্গে, ব্রণ দূর করতে দুধ ও দুধের তৈরি খাবার থেকে দূরে থাকাই ভালো।
মানসিক চাপ ও ঘুম
ব্রণ বৃদ্ধির অন্যতম কারণ হলো অতিরিক্ত মানসিক চাপ এবং পর্যাপ্ত ঘুমের অভাব। পুজোর আগে কেনাকাটা ও অন্যান্য প্রস্তুতির জন্য এই দুটি জিনিসেরই ঘাটতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই সময় নিজের স্বাস্থ্যের দিকেও নজর দিন। যতটা সম্ভব মানসিক চাপ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন এবং রাতে ৭ থেকে ৮ ঘন্টা ঘুমানোর অভ্যাস করুন।
মেকআপের পর বাড়তি সতর্কতা
পুজোর দিনগুলিতে মেকআপ করা যেমন জরুরি, তেমনই মেকআপ তোলার ব্যাপারেও সচেতন থাকা উচিত। মেকআপ ব্যবহারের পর প্রথমে একটি ভালো ক্লিনজিং অয়েল বা ক্লিনজিং মিল্ক দিয়ে মেকআপ সম্পূর্ণভাবে তুলে ফেলুন। এরপর ফেসওয়াশ দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে নিন, যাতে মেকআপের কোনো অবশেষ না থাকে। এতে ত্বকে ব্রেকআউট হওয়ার সম্ভাবনা কমবে।
নতুন প্রোডাক্ট ব্যবহার থেকে বিরত থাকুন
যদি আপনার ত্বক সংবেদনশীল বা ব্রণপ্রবণ হয়, তাহলে পুজোর আগে কোনো নতুন ধরনের স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহার করবেন না। এতে ত্বকে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই সময় সেই প্রোডাক্টগুলিই ব্যবহার করুন, যেগুলি আপনার ত্বকে সব সময় মানিয়ে যায়।