প্রাক্তন IAS অফিসারের বাবা-মা কেন পলাতক? লুকআউট নোটিস জারির পর চাঞ্চল্য – এবেলা

এবেলা ডেস্কঃ

মুম্বাই পুলিশ প্রাক্তন IAS অফিসার পূজা খেডকরের বাবা-মা দিলীপ ও মনোরমা খেডকরের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে। একটি ট্রাকের সঙ্গে তাদের গাড়ির ধাক্কা লাগার পর ট্রাকচালকের সহকারীকে অপহরণ করার অভিযোগ উঠেছে দিলীপ খেডকরের বিরুদ্ধে। অন্যদিকে, পূজার মা মনোরমার বিরুদ্ধে অভিযোগ তিনি পুলিশের কাজে বাধা দিয়েছেন এবং প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন। এই ঘটনার পর থেকেই দুজন পলাতক।

পুলিশ সূত্রে খবর, গত ১৩ সেপ্টেম্বর দিলীপের বিলাসবহুল গাড়িতে একটি ট্রাক ধাক্কা মারে। এরপরই দিলীপ এবং তার দেহরক্ষী ট্রাকচালকের সহকারীকে জোর করে তুলে নিয়ে পুণের বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে মারধর করা হয় বলেও অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে মনোরমা খেডকর তাদের ওপর পোষা কুকুর লেলিয়ে দেন। এরপরই সরকারি কাজে বাধা, প্রমাণ নষ্ট ও অপরাধে সহায়তার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। পুলিশ সেখান থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করলেও, দিলীপ ও মনোরমা জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত হননি। বর্তমানে পুলিশ এই দম্পতির খোঁজে তল্লাশি চালাচ্ছে। তারা বিদেশে পালিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *