আন্তর্জাতিক ক্রিকেটে অবসর ভেঙে ফিরছেন দিনেশ কার্তিক, খেলবেন এই টুর্নামেন্ট! – এবেলা

এবেলা ডেস্কঃ

অবসর ভেঙে আবার ক্রিকেটের ২২ গজে ফিরছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দিনেশ কার্তিক। তবে কোনো বড় ফরম্যাটে নয়, বরং হংকং সিক্সারস টুর্নামেন্টে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন তিনি। আগামী ৭ নভেম্বর থেকে শুরু হতে চলেছে এই দ্রুতগতির ক্রিকেট টুর্নামেন্ট। মঙ্গলবার আয়োজকরা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেছেন। তাদের মতে, কার্তিকের অভিজ্ঞতা এবং নেতৃত্ব গুণ ভারতীয় দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে কার্তিক বলেন, “ভারতের নেতৃত্ব দেওয়া আমার জন্য অনেক সম্মানের বিষয়। হংকং সিক্সারস টুর্নামেন্টের একটা দারুণ ইতিহাস আছে এবং এর আন্তর্জাতিক পরিচিতিও ব্যাপক। আমি নিশ্চিত, আমরা এমন ক্রিকেট খেলব যা হবে ভয়ডরহীন এবং উপভোগ্য, যা দর্শকদের আনন্দ দেবে।”

অন্যদিকে, ক্রিকেট হংকং চায়নার চেয়ারম্যান বুরজি শ্রফ জানান, “আমরা অত্যন্ত আনন্দিত যে দিনেশ কার্তিক ভারতীয় দলের অধিনায়ক হচ্ছেন। তার অভিজ্ঞতা এবং নেতৃত্ব এই টুর্নামেন্টের আকর্ষণ আরও বাড়িয়ে দেবে। আমাদের বিশ্বাস, তার উপস্থিতি বিশ্বের নানা প্রান্তের ক্রিকেটপ্রেমীদের এই খেলায় আকৃষ্ট করবে।”

হংকং সিক্সারস তার দ্রুত এবং রোমাঞ্চকর ফরম্যাটের জন্য বেশ পরিচিত। এবার দিনেশ কার্তিকের নেতৃত্বে ভারতীয় দলের দিকে তাকিয়ে থাকবে সবাই। গত বছর সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া কার্তিক বর্তমানে ক্রিকেট ধারাভাষ্যকার এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মেন্টরের ভূমিকায় রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *