স্বদেশি জোহো কেন বেছে নিলেন কেন্দ্রীয় মন্ত্রী, মাইক্রোসফট ও গুগলকে টেক্কা দেবে ভারতীয় সংস্থা? – এবেলা

এবেলা ডেস্কঃ

দেশের প্রযুক্তিগত স্বনির্ভরতাকে গুরুত্ব দিয়ে মাইক্রোসফট ও গুগলের মতো বহুজাতিক সংস্থার বদলে দেশীয় সফটওয়্যার প্ল্যাটফর্ম জোহো ব্যবহার করার সিদ্ধান্ত নিলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সম্প্রতি তিনি এক্স (পূর্বতন টুইটার)-এ এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, নথি, স্প্রেডশিট ও প্রেজেন্টেশনের জন্য তিনি এখন থেকে জোহোর স্বদেশি অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করবেন এবং সকলকে প্রধানমন্ত্রীর ‘স্বদেশি শিল্পে জোর দেওয়ার’ আহ্বানে সাড়া দিতে অনুরোধ করেন। মন্ত্রীর এই পদক্ষেপ ভারতীয় সফটওয়্যার কো ম্পা নিগুলোর জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছে।

১৯৯৬ সালে চেন্নাইয়ে প্রতিষ্ঠিত জোহো কর্পোরেশন আজ বিশ্বজুড়ে ১০ কোটিরও বেশি ব্যবহারকারীর কাছে পৌঁছে গেছে। ডেটা প্রাইভেসি, কম খরচ ও দেশীয় সংস্থা হওয়ায় এটি ভারতীয় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলোর মধ্যে খুবই জনপ্রিয়। মন্ত্রীর এই ঘোষণা দেশের প্রযুক্তিনির্ভর মানুষদের মধ্যে জোহো নিয়ে আগ্রহ বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং প্রমাণ করে দিয়েছে যে ভারতীয় সফটওয়্যারও বিশ্বমানের হতে পারে। এটি স্বদেশি প্রযুক্তিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার একটি বড় পদক্ষেপ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *