জাতীয় পুরস্কার হাতে নিলেন শাহরুখ-রানি! মোহনলাল পেলেন ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান – এবেলা
এবেলা ডেস্কঃ
দেশের সেরা চলচ্চিত্র পুরস্কারের আসর, ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। দিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিনোদন জগতের একাধিক তারকা নিজেদের সাফল্যের জন্য সম্মানিত হন। এর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছেন শাহরুখ খান এবং রানি মুখার্জি। দীর্ঘ দিনের ক্যারিয়ারে এই প্রথম জাতীয় পুরস্কার হাতে তুলে নিলেন এই দুই জনপ্রিয় তারকা।
অত্যন্ত সাফল্যের সঙ্গে ১০০টিরও বেশি ছবিতে কাজ করা সত্ত্বেও, এবারেই প্রথম জাতীয় পুরস্কার পেলেন বলিউডের কিং খান শাহরুখ। অ্যাটলি পরিচালিত জওয়ান ছবিতে তার অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন তিনি। এই পুরস্কার তিনি ভাগ করে নিয়েছেন ১২ভী ফেল ছবির অভিনেতা বিক্রান্ত মেসির সঙ্গে। বিক্রান্তেরও এটি প্রথম জাতীয় পুরস্কার। অন্যদিকে, রানি মুখার্জিও প্রথমবার জাতীয় পুরস্কার লাভ করেন।
এদিনের অনুষ্ঠানে সেরা ছবি নির্বাচিত হয়েছে ১২ভী ফেল। এছাড়াও, সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন বিক্রান্ত মেসি।
এদিকে, ভারতীয় সিনেমায় তার অসামান্য অবদানের জন্য মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন প্রবীণ মালয়লম অভিনেতা মোহনলাল। ১৯৭৮ সাল থেকে তিনি প্রায় ৪০০-এর বেশি ছবিতে কাজ করেছেন। পুরস্কার গ্রহণ করার পর মোহনলাল বলেন, “সিনেমা আমার হৃদয়ের স্পন্দন।” তাকে এই সম্মানে ভূষিত করার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও অভিনন্দন জানান।