চার পোষ্যের চোখে জল, শেষকৃত্যে প্রিয়জনদের সঙ্গে তারাও হাজির – এবেলা
September 24, 2025
এবেলা ডেস্কঃ
গায়ক জুবিন গার্গের অকাল প্রয়াণে শোকস্তব্ধ আসাম। প্রিয় শিল্পীকে শেষবার দেখতে সারুসাজাই স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন তাঁর হাজার হাজার ভক্ত। অনুরাগীদের ভিড়ে তখন শুধুই চাপা কান্না। তবে সকলের মাঝে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল জুবিনের চার পোষ্য ইকো, দিয়া, র্যাম্বো ও মায়া। জুবিনের স্ত্রী গরিমা তাদের নিয়ে স্টেডিয়ামে পৌঁছান। প্রিয় মানুষটির নিথর দেহের সামনে এসে যেন বাকরুদ্ধ হয়ে পড়েছিল তারা।
কফিনে শায়িত শিল্পীর দিকে তাকিয়ে তাদের চোখেও দেখা যায় জল। মুহূর্তের মধ্যে স্টেডিয়াম জুড়ে নেমে আসে এক হৃদয়বিদারক নিস্তব্ধতা। প্রিয়জনদের শোকের সাক্ষী ছিল যেন এই অবলা প্রাণীরাও। এই দৃশ্য দেখে শোকস্তব্ধ অনুরাগীদের চোখেও জল নেমে আসে। গায়কের প্রতি তাদের এই অকৃত্রিম ভালোবাসা উপস্থিত সকলকেই গভীরভাবে স্পর্শ করে যায়।