আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরেও থামছে না কার্তিকের ব্যাট! এবার কোন দলের অধিনায়ক হচ্ছেন ডিকে? – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৪ সালের আইপিএল-এর পর ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন দীনেশ কার্তিক। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মেন্টরের ভূমিকাতেও দেখা গিয়েছিল তাঁকে। আরসিবি-র চ্যাম্পিয়ন হওয়ার পর গুঞ্জন ছিল, কার্তিকের মেন্টরশিপের জন্যই এই সাফল্য। কিন্তু বাইশ গজের টান কাটাতে পারলেন না তিনি। ব্যাট হাতে আবার মাঠে ফিরছেন এই অভিজ্ঞ ক্রিকেটার, তাও আবার ভারতীয় দলকে নেতৃত্ব দিতে।

আসলে, কার্তিককে দেখা যাবে হংকং সিক্সেস টুর্নামেন্টে। আগামী ৭ থেকে ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে এই বিশেষ ফরম্যাটের ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের আয়োজকরা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ‘তাঁর অভিজ্ঞতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও বিস্ফোরক ব্যাটিং টুর্নামেন্টের উত্তেজনা কয়েক গুণ বাড়িয়ে দেবে।’ দীনেশ কার্তিকের নেতৃত্বকে ‘সাহসী, খাঁটি বিনোদন ও বিশ্বমানের’ বলেও বর্ণনা করা হয়েছে।

এই টুর্নামেন্টে কার্তিকের সঙ্গী হচ্ছেন আরেক প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। সম্প্রতি আইপিএল থেকে অবসর নিয়েছেন অশ্বিন। তবে তিনি জানিয়েছেন, ক্রিকেট থেকে পুরোপুরি দূরে থাকছেন না। আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগ এবং বিগ ব্যাশ লিগেও খেলার পরিকল্পনা রয়েছে তাঁর। হংকং সিক্সেস নিয়ে অশ্বিন বলেছেন, ‘এই ফরম্যাটের জন্য ভিন্ন পরিকল্পনা দরকার। পুরোনো সতীর্থদের সঙ্গে খেলতে এবং কঠিন প্রতিপক্ষদের মোকাবিলা করার জন্য আমি মুখিয়ে আছি।’

২০২৪ আইপিএল শেষে ক্রিকেট থেকে অবসর নিলেও, কার্তিককে পরে দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগে পার্ল রয়্যালসের হয়ে খেলতে দেখা যায়। এবার আবার ব্যাট হাতে তাঁকে নতুন ভূমিকায় দেখবে ক্রিকেট বিশ্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *