ভোরে ৩ ঘণ্টায় ১৯৫ মিমি বৃষ্টিতে ভাসল কলকাতা, কেন হঠাৎ এই তাণ্ডব – এবেলা
এবেলা ডেস্কঃ
রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এখনই এই পরিস্থিতি থেকে রেহাই মিলছে না। সোমবার রাত থেকে শুরু হওয়া এই বৃষ্টিতে জলমগ্ন শহরের প্রধান প্রধান রাস্তা। ব্যাহত হয়েছে যান চলাচল থেকে শুরু করে মেট্রো ও ট্রেন পরিষেবাও।
মঙ্গলবার ভোর ২টো ৩০ মিনিট থেকে ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত এই তিন ঘণ্টার বৃষ্টিতেই শহরের বেশিরভাগ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ১৯৫.৬ মিলিমিটার। আবহাওয়া দফতর জানিয়েছে, এটি কোনও মেঘভাঙা বৃষ্টি নয়, বরং নিম্নচাপের কারণে প্রচুর জলীয় বাষ্প পুঞ্জীভূত হওয়ায় এই ভারী বৃষ্টি হয়েছে।
বর্তমানে নিম্নচাপটি ওড়িশা সংলগ্ন এলাকায় অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় এর অবস্থান বদলানোর খুব একটা সম্ভাবনা নেই। ধীরে ধীরে উত্তর-পশ্চিমে এগিয়ে গিয়ে এটি দুর্বল হবে। তবে তার আগে পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই অবিরাম বৃষ্টিতে অনেক পুজো মণ্ডপ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিত্যযাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।