রোজ খেতেন ১০০ রুটি, ৬ মুরগি আর ১০ লিটার দুধ, এই ভারতীয়ের কাছে হার মেনেছিলেন ব্রুস লি-ও – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতের ইতিহাসে এমন অনেক কুস্তিগির রয়েছেন, যারা শুধুমাত্র দেশেই নয়, বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন। এমনই একজন ছিলেন রুস্তম-এ-হিন্দ নামে পরিচিত দ্য গ্রেট গামা। তার খ্যাতি এতটাই ছিল যে তিনি বিশ্বের সেরা সেরা কুস্তিগিরদের হারিয়েছেন। এমনকি বিশ্বখ্যাত মার্শাল আর্ট শিল্পী ব্রুস লি-ও তার ভক্ত ছিলেন।

গামা পালোয়ান নামে পরিচিত এই কুস্তিগির জীবনে কোনোদিন হারেননি। ২২ মে ১৮৭৮ সালে অমৃতসরে জন্মগ্রহণ করেন তিনি। দেশভাগের পর পরিবারসহ লাহোরে চলে যান তিনি। মাত্র ১০ বছর বয়সে তিনি কুস্তি শুরু করেন। তার বাবা মুহাম্মদ আজিজ বকশ নিজেও একজন কুস্তিগির ছিলেন এবং তিনি ছোটবেলা থেকেই তাকে প্রশিক্ষণ দেওয়া শুরু করেন।

অবিশ্বাস্য ছিল তার খাদ্যতালিকা

দীর্ঘ ৫২ বছর ধরে কুস্তির জগতে দাপিয়ে বেরিয়েছেন গামা। এই সময়কালে তিনি অনেক পালোয়ানকে হারিয়েছেন। প্রতিদিন প্রায় ৫০০০ বৈঠক এবং ১০০০ পুশআপ অনুশীলন করতেন তিনি। এত পরিশ্রমের কারণে তার খাদ্যতালিকাও ছিল বেশ ভিন্ন। জানা যায়, তিনি প্রতিদিন ৬টি মুরগি, ১০ লিটার দুধ, আধ কেজি ঘি, বাদামের শরবত এবং ১০০টি রুটি একাই খেয়ে ফেলতেন।

লন্ডনেও তার খ্যাতি ছড়িয়েছিল

১৯১০ সালে গামা তার কুস্তিগির ভাই ইমাম বকশের সঙ্গে লন্ডন যান। আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে অংশ নিতে অস্বীকার করলেও, তিনি লন্ডনের বিখ্যাত সব পালোয়ানকে চ্যালেঞ্জ জানান। আমেরিকান চ্যাম্পিয়ন বেঞ্জামিন রোলার তার চ্যালেঞ্জ গ্রহণ করেন। গামা তাকে মাত্র ১ মিনিট ৪০ সেকেন্ডেই পরাজিত করে দেন। এরপর থেকেই তার খ্যাতি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। ১৯৬৩ সালে দীর্ঘদিন অসুস্থ থাকার পর এই কিংবদন্তি কুস্তিগির মারা যান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *