অন্ধকার সল্টলেক, রাস্তা জুড়ে রহস্যময় নিস্তব্ধতা! কী এমন ঘটল যে সমস্ত আলো নিভিয়ে দিল পুরসভা? – এবেলা
এবেলা ডেস্কঃ
সোমবার থেকে শুরু হওয়া একটানা বৃষ্টিতে এখনো জলমগ্ন সল্টলেক ও বিধাননগরের বিস্তীর্ণ অঞ্চল। কোথাও হাঁটু সমান আবার কোথাও কোমর পর্যন্ত জল জমেছে। এর মধ্যেই চমকে দেওয়ার মতো এক সিদ্ধান্ত নিয়েছে বিধাননগর পুরসভা। দুর্ঘটনা এড়াতে শহরের সমস্ত পথবাতি বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, এটি একটি প্রয়োজনীয় পদক্ষেপ, আবার কেউ প্রশ্ন তুলছেন, অন্ধকারে চলাচল আরও বিপজ্জনক হবে না তো? জল না নামা পর্যন্ত এই পরিস্থিতিই বজায় থাকবে বলে জানিয়েছেন পুর কর্তৃপক্ষ।
এই মুহূর্তে শহরের বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত। লেকটাউন, বাঙুর, কৈখালি, নিউটাউন, বাগুইআটি, স্টেডিয়াম গেট, করুণাময়ী-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় এখনো জল জমে থাকায় যানবাহনের গতি শ্লথ। জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ইতোমধ্যেই ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যা এই সিদ্ধান্ত গ্রহণের অন্যতম কারণ। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে এই ব্যবস্থা কার্যকর হয়েছে। জলমগ্ন পরিস্থিতিতে পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত এবং মেয়র কৃষ্ণা চক্রবর্তী এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেন। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, এই মুহূর্তে কলকাতায় দীর্ঘমেয়াদি গড় বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি।