পাহাড়ে লুকিয়ে আছে এক জাদুকরী ভেষজ, যা নাকি সোনার থেকেও দামি! কীভাবে এটি শত শত কোটি টাকার ব্যবসা তৈরি করল? – এবেলা

এবেলা ডেস্কঃ

দৈনন্দিন জীবনের চাপ এবং শারীরিক দুর্বলতা কমাতে অনেকেই উচ্চমূল্যের সাপ্লিমেন্ট ব্যবহার করেন। কিন্তু হিমালয়ের দুর্গম পাহাড়ে এমন একটি ভেষজ পাওয়া যায়, যা দেখতে কাঠের মতো হলেও এর কার্যকারিতা অবিশ্বাস্য। স্থানীয়ভাবে এটি ‘কিড়া জড়ি’ নামে পরিচিত এবং এর দাম সোনার থেকেও বেশি, প্রতি কেজি প্রায় ১২ থেকে ২০ লক্ষ টাকা। এর এতটাই চাহিদা যে একে ‘হিমালয়ের ভায়াগ্রা’ও বলা হয়।

কী এই ‘কিড়া জড়ি’? এর বৈজ্ঞানিক নাম ওফিওকর্ডিসেপস সাইনেন্সিস। দেখতে অনেকটা পোকার মতো হলেও এটি আসলে এক প্রকার ছত্রাক, যা হিমালয়ের ঠান্ডা ও উঁচু অঞ্চলে জন্মায়। ভারত, নেপাল, ভুটান, তিব্বত ও চীনে এর সন্ধান মেলে। তবে এর অত্যধিক চাহিদা এবং অবৈধ পাচারের কারণে এর বাণিজ্যিক ব্যবহার বর্তমানে নিষিদ্ধ করা হয়েছে এবং সরকারের লাইসেন্স ছাড়া এর কেনাবেচা করা যায় না।

বিশেষজ্ঞদের মতে, এই ভেষজটি শারীরিক শক্তি, স্ট্যামিনা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত কার্যকরী। এমনকি, ক্যানসার প্রতিরোধেও এর ভূমিকা রয়েছে বলে দাবি করা হয়। এই বিশেষ গুণের কারণেই এশিয়ার বাজারে শত শত কোটি টাকার কিড়া জড়ির ব্যবসা চলে। এই ভেষজটির ব্যবহার এতটাই জনপ্রিয় যে চীন তাদের ক্রীড়াবিদদের পারফরম্যান্স বাড়াতে এটিকে সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *