বন্যার মতো বৃষ্টিতে ভাসছে কলকাতা, পুজোর উদ্বোধনে মমতা যা বললেন – এবেলা

এবেলা ডেস্কঃ

অবিশ্বাস্য! পুজোর মুখে নিম্নচাপের বৃষ্টিতে বিপর্যস্ত শহর কলকাতা। সোমবার রাত থেকে টানা বর্ষণের জেরে মঙ্গলবার দিনভর জলযন্ত্রণায় ভুগতে হয়েছে কলকাতাবাসীকে। বহু পুজো মণ্ডপে জমেছে হাঁটুসমান জল, কোথাও আবার বড়সড় ক্ষয়ক্ষতিও হয়েছে। জলমগ্ন শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ১০ জন। এমন পরিস্থিতিতে কলকাতার পুজো উদ্বোধনের নির্ধারিত কর্মসূচি বাতিল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে একেবারে বাতিল নয়, বরং বিকেলে ভার্চুয়ালি জেলার পুজো উদ্বোধন করলেন তিনি।

পুজো কমিটিগুলোকে অপেক্ষা না করিয়ে কলকাতার প্রতি সংহতি জানিয়েই কর্মসূচি শুরু করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‌জেলায় অনেক পুজো আছে। কলকাতার পুজো উদ্বোধন বাতিল করেছি, কিন্তু ভার্চুয়ালি করছি বলে জেলাগুলোকে বঞ্চিত করতে পারি না।’ পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক পুজোর উদ্বোধন করেন তিনি। স্ক্রিনে প্যান্ডেল ও মাতৃমূর্তির ভিডিও দেখে তিনি প্যান্ডেলের সজ্জা এবং প্রতিমার প্রশংসা করেন।

মুখ্যমন্ত্রী জেলার পুজো উদ্যোক্তাদের শারদ শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘‌আপনাদের দুর্যোগ মোকাবিলা করেই মায়ের আহ্বান করতে হবে। সংকট মা-ই কাটিয়ে দিতে পারেন।’‌ তিনি সকলকে এলাকায় থাকার এবং পুজো সংক্রান্ত কোনো সমস্যায় নবান্নের কন্ট্রোলরুমে যোগাযোগের পরামর্শ দেন।

দুর্যোগ নিয়ে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‌আমরা খুবই মর্মাহত যে দুর্যোগটা পুজোর সময় হচ্ছে। সাধারণত এই সময় পুজো হয় না। কিন্তু এটা গ্রহ-নক্ষত্র দেখে হয়। আমাদের হাতে নেই।’‌ তবে তিনি এই পরিস্থিতিতে কাউকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *