বানের জলের মধ্যেই লাখো মানুষের ঢল শ্রীভূমিতে! প্যান্ট গুটিয়ে, জুতো হাতেই কি ঠাকুর দেখা? – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: দ্বিতীয়ায় রাতভর প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহর। কলকাতা ও শহরতলির বিভিন্ন এলাকায় জমেছে জল। স্বাভাবিকভাবেই, পুজো মণ্ডপগুলোর সামনেও জল থইথই। এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে ঘর থেকে না বেরোনোর আবেদন জানাচ্ছেন, ঠিক তখনই এক অন্যরকম চিত্র ধরা পড়ল লেকটাউন শ্রীভূমিতে।

বর্ষণের কারণে শ্রীভূমির পুজো মণ্ডপের সামনেও জল জমে গিয়েছে। কিন্তু তাতেও দমে যাননি পুজোপ্রেমীরা। হাঁটুসমান জল পেরিয়ে, কেউ প্যান্ট গুটিয়ে, কেউবা হাতে চপ্পল নিয়ে ভিড় জমিয়েছেন এই বিখ্যাত মণ্ডপে। দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীরা বলছেন, এই ভিজে আবহাওয়ায় ঠাকুর দেখার অনুভূতি একেবারেই অন্যরকম।

রাজ্যের মন্ত্রী সুজিত বসুর এই পুজো মহালয়ার আগেই উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী নিজে। এরপর থেকেই শ্রীভূমিতে জনসমুদ্র দেখা যাচ্ছে। গত ২৪ ঘণ্টার বৃষ্টিতে পরিস্থিতি খারাপ হলেও, মানুষের উদ্দীপনা এতটুকুও কমেনি। রানাঘাট থেকে আসা এক দর্শনার্থী জানান, জল পেরিয়ে মণ্ডপে ঢোকার অভিজ্ঞতা তাঁর কাছে প্রথম। এই অপ্রত্যাশিত পরিস্থিতিতেও লক্ষ লক্ষ মানুষের এই ভিড় দেখে অনেকেই অবাক।

বৃষ্টি মাথায় নিয়েই পুজো দেখতে বেরোনো এই মানুষগুলো যেন প্রমাণ করে দিলেন, কোনো বাধাই বাঙালির উৎসবের আনন্দের সামনে দাঁড়াতে পারে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *