পেটের দায়ে ছটফট করছে পাকিস্তান, ২৫ শতাংশ গরিব! বিশ্ব ব্যাঙ্কের রিপোর্টে যা উঠে এল – এবেলা
এবেলা ডেস্কঃ
পেটের দায়ে ছটফট করছে পাকিস্তান। এমনই এক চাঞ্চল্যকর পরিসংখ্যান সামনে আনল বিশ্ব ব্যাঙ্ক। সম্প্রতি বিশ্ব ব্যাঙ্কের একটি রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানে দারিদ্র্যের হার দ্রুত গতিতে বাড়ছে। এই রিপোর্ট অনুসারে, গত তিন বছরে দারিদ্র্যের হার ৭ শতাংশ বেড়ে ২০২৪-২৫ সাল নাগাদ ২৫.৩ শতাংশে এসে দাঁড়িয়েছে। রিপোর্টে জানানো হয়েছে, কোভিড-১৯ মহামারী, ভয়াবহ বন্যা, মুদ্রাস্ফীতির চাপ ও দেশের অর্থনৈতিক অস্থিতিশীলতাই এই পরিস্থিতি সৃষ্টির মূল কারণ।
রিপোর্টে আরও বলা হয়েছে, দারিদ্র্য হ্রাসের আগের সাফল্যগুলো মূলত ভোগ-চালিত বৃদ্ধির মডেলের কারণে হয়েছিল, যা এখন তার কার্যকারিতা হারিয়েছে। পাকিস্তানের এই শোচনীয় অর্থনৈতিক অবস্থার পাশাপাশি সামাজিক ক্ষেত্রেও তীব্র ঘাটতি দেখা গেছে। ৪০ শতাংশ পাকিস্তানি শিশু খর্বাকৃতির, এক-চতুর্থাংশ শিশু স্কুলের বাইরে এবং যারা স্কুলে যায় তাদের তিন-চতুর্থাংশই সাধারণ পড়া বুঝতে পারে না। এছাড়াও, মৌলিক পরিষেবাগুলোরও তীব্র অভাব রয়েছে। রিপোর্টে বলা হয়েছে, গ্রামীণ দারিদ্র্য শহরাঞ্চলের তুলনায় দ্বিগুণেরও বেশি।