ক্যালফোর্নিয়ায় দুই যুবতীর ‘হৈমন্তী’ বিয়ে! সনাতন রীতি কি নিছকই প্রহসন? – এবেলা

এবেলা ডেস্কঃ

সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় হিন্দু রীতি মেনে দুই মহিলার বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে, যা নেটদুনিয়ায় তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। লেহেঙ্গা পরে মণ্ডপে প্রবেশ, মালাবদল, সাত পাক, যজ্ঞ – সবকিছুই হয়েছে সনাতন হিন্দু প্রথা অনুসারে। এই ভিডিও প্রকাশের পর এক দল তাঁদের শুভেচ্ছা জানালেও অন্য একটি দল হিন্দু ধর্মের ‘অপমান’ এবং ‘প্রহসন’ বলে তীব্র সমালোচনা করেছেন।

অনেকের প্রশ্ন, কেন সমকামী বিয়ের জন্য হিন্দু প্রথাকেই বেছে নিতে হবে? কেউ কেউ মন্তব্য করেছেন, বিবাহ কেবলমাত্র একজন পুরুষ এবং একজন মহিলার মধ্যে হতে পারে। এটি নিছকই একটি ‘নাটক’ এবং ‘লোকদেখানো’। তবে এর বিরোধিতাও করেছেন অনেকে। তাঁরা মনে করেন, এটা শুধু নিজেদের পছন্দমতো জীবন যাপন করা ছাড়া আর কিছুই নয়। এই বিতর্ক এমন সময়ে হচ্ছে যখন ভারতে সুপ্রিম কোর্ট সমকামী বিবাহের আবেদন খারিজ করে দিয়েছে, যদিও তারা এই যুগলদের আইনি অধিকার বাড়ানোর জন্য একটি কমিটি গঠনের সুপারিশ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *