‘আদি’ বনাম ‘তৎকাল’ দ্বন্দ্বের মধ্যেই নিশিকান্ত খুনে নতুন মোড়, শুভেন্দুকেই কি নিশানা করল বিজেপি? – এবেলা
এবেলা ডেস্কঃ
সোনাচূড়ার নিশিকান্ত মণ্ডল হত্যাকাণ্ড ১৬ বছর পরেও আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির এই নেতার মৃত্যুবার্ষিকী ঘিরে আবারও প্রকাশ্যে এসেছে বিজেপির ‘আদি’ ও ‘তৎকাল’ শিবিরের কোন্দল। নিশিকান্ত যখন খুন হন, তখন নন্দীগ্রামে তৃণমূল নেতা ছিলেন বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এখন গেরুয়া শিবিরে যোগ দিয়ে নিশিকান্তের জন্য দরদ দেখালেও, বিজেপির একাংশ এর তীব্র বিরোধিতা করছেন। কেউ কেউ নাম না করে অভিযোগ করছেন, যে দলবদলু নেতা এখন দরদ দেখাচ্ছেন, তাঁর নির্দেশেই নিশিকান্তকে গুলি করা হয়েছিল। আবার কারও মতে, সেই সময়ের স্থানীয় তৃণমূল নেতা মাওবাদীদের দিয়ে এই খুন করিয়েছিলেন। বিজেপির এই অভ্যন্তরীণ দ্বন্দ্বকে হাতিয়ার করে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। তাঁর প্রশ্ন, “খেজুরির বিজেপি বিধায়ক নিশিকান্ত খুনে কার দিকে ইঙ্গিত করছেন? তখন জেলায় কারা চালাতেন? তাঁদের অনেকেই তো এখন বিজেপিতে।”
সম্প্রতি নিশিকান্তের মৃত্যুদিনে তাঁর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে বিতর্ক উসকে দিয়েছেন কয়েকজন বিজেপি নেতা। নন্দীগ্রামের বিজেপি নেতা জয়দেব দাস বলেন, সেই সময় তৃণমূল নেতৃত্বের নির্দেশে নিশিকান্তকে খুন করা হয়েছিল। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়, জয়দেব কি তবে শুভেন্দুকেই নিশানা করছেন? এরপর খেজুরির বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক আরও বিস্ফোরক অভিযোগ করেন। তাঁর কথায়, “নিশিকান্ত ছিলেন তৃণমূলের কাঁটা। ওঁর কাছে কিছু নেতা পেরে উঠতে পারেননি। তাই রাতের অন্ধকারে মাওবাদীদের দিয়ে খুন করালেন। অথচ আজ ওরাই আবার মালা দিতে আসে। হত্যা করবে আবার সমবেদনাও জানাবে।”
বিজেপির এই কোন্দলকে কাজে লাগিয়ে তৃণমূল অভিযোগ করছে, শুভেন্দুকে খুনি বলছে তাঁরই দলের নেতৃত্ব। কুণাল ঘোষের খোঁচা, “খেজুরির বিজেপি বিধায়ক নিশিকান্ত খুনে কার দিকে ইঙ্গিত করছেন? তখন জেলায় কারা চালাতেন? তাঁদের অনেকেই তো এখন বিজেপিতে।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আদি বিজেপি নেতৃত্ব দলবদলু শুভেন্দুকে ভরসা করে না। তৃণমূলে থাকার সময় শুভেন্দু যেভাবে বিজেপিকে আক্রমণ করতেন, তা এখনো ভুলতে পারেননি তাঁরা। সেই ক্ষোভই এখন বেরিয়ে আসছে।