জোড়া ফলায় বিপর্যস্ত কলকাতা, ত্রাণ নিয়ে দুর্গতদের পাশে ভারত সেবাশ্রম সংঘ – এবেলা
এবেলা ডেস্কঃ
টানা বৃষ্টি আর ভরা কোটালের জোড়া ফলায় বিপর্যস্ত কলকাতা। শহরের বিভিন্ন এলাকায় জল জমেছে কোমর পর্যন্ত, যার জেরে স্বাভাবিক জীবনযাত্রা প্রায় স্তব্ধ। পানীয় জল, শুকনো খাবার এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অভাবে দুর্ভোগে পড়েছেন বহু মানুষ। এই কঠিন পরিস্থিতিতে জলমগ্ন কলকাতার দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বালিগঞ্জের ভারত সেবাশ্রম সংঘ।
মঙ্গলবার সকাল থেকে সংঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা শহরের বিভিন্ন জলমগ্ন এলাকায় ত্রাণ পৌঁছে দিচ্ছেন। খিচুড়ি, শুকনো খাবার ও পানীয় জল নিয়ে তাঁরা ঘুরে ঘুরে দুর্গতদের হাতে তা তুলে দিচ্ছেন। জলবন্দি অনেক বাড়িতেও পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ। সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ এই ত্রাণ কার্যক্রমের তত্ত্বাবধানে রয়েছেন। তিনি জানান, যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের সেবাকার্য জারি থাকবে।
ভারী বৃষ্টির কারণে শহরের যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে। শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ। দমদম থেকে ট্রেন চললেও গতি অত্যন্ত ধীর। অন্যদিকে, ময়দান থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ রয়েছে মেট্রো পরিষেবা। রাস্তায় যানবাহনের সংখ্যাও কমেছে, যা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে। এই চরম দুর্যোগের মধ্যে ভারত সেবাশ্রম সংঘের এই উদ্যোগ দুর্গত মানুষের মুখে কিছুটা স্বস্তি ফিরিয়েছে।