অতিবর্ষণে মৃত্যুমিছিল শহরে, কলকাতা কি ভাসছে জলের নিচে – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতায় দুর্গাপূজার আবহে এক রাতের প্রবল বৃষ্টিতে শহরে নেমে এসেছে বিপর্যয়। মঙ্গলবার দুপুর পর্যন্ত জল জমে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে নয়। মৃতদের মধ্যে আটজনের মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, এবং একজনের দেহ জমা জলে ভাসমান অবস্থায় উদ্ধার হয়েছে। এই ঘটনায় শহরের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই সৃষ্টি হয়েছে এক ভয়াবহ পরিস্থিতি, যা গত এক দশকে কেউ দেখেনি। এই আকস্মিক দুর্যোগে পুজোর আগে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে, বিশেষ করে কলেজ স্ট্রিট ও সংলগ্ন এলাকায় অনেক বইয়ের দোকান ও ক্যাফে জলমগ্ন।

এই পরিস্থিতিতে শুধু সাধারণ জীবনযাত্রাই ব্যাহত হয়নি, পুজো মণ্ডপগুলোও জলমগ্ন হয়ে পড়েছে, যা শিল্পীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। মুষলধারে বৃষ্টির কারণে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে ট্রেন চলাচলও বিপর্যস্ত। একাধিক ট্রেন বাতিল করা হয়েছে এবং বিভিন্ন স্থানে পাম্প বসিয়েও জল সরানো সম্ভব হচ্ছে না, কারণ সংলগ্ন এলাকা থেকে ক্রমাগত জল ঢুকছে। এই কঠিন পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার থেকেই সরকারি স্কুলগুলিতে পুজোর ছুটি ঘোষণা করেছেন এবং বেসরকারি স্কুলগুলিকেও একই পরামর্শ দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *