ভারী বৃষ্টিতে কী হাল হলো কলকাতা বিমানবন্দরের? বাতিল ৬২টি ফ্লাইট, নাকাল যাত্রীরা – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা ও শহরতলিতে রাতভর ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। জলমগ্ন শহরের বিস্তীর্ণ এলাকা, আর এর সরাসরি প্রভাব পড়েছে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। ভয়াবহ দুর্যোগের কারণে বিমান পরিষেবা কার্যত থমকে যায়, যার ফলে শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ৬২টি ফ্লাইট বাতিল হয়েছে। এর পাশাপাশি, আরও ৪১টি ফ্লাইটের সময়সূচি বিলম্বিত হয়েছে বলে জানা গেছে।
রাত ১১টা থেকে সকাল ৫টা পর্যন্ত একটানা বৃষ্টিতে শহরের একাধিক রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। শুধু যাত্রীরাই নন, এই দুর্যোগে আটকে পড়েন বিমানবন্দরের কর্মী, পাইলট এবং ক্রু মেম্বাররাও। সময়মতো পৌঁছতে না পারায় বিমানের নির্ধারিত সময়সূচিতে ব্যাপক গোলমাল দেখা দেয়। কর্তৃপক্ষ কর্মীদের আনার জন্য গাড়ি পাঠালেও জলমগ্ন রাস্তায় তাদের পৌঁছতে দেরি হয়।
এই পরিস্থিতিতে বিমানবন্দরের এপ্রোন এলাকায় জল জমে যায়। সাধারণত এই পথ ধরেই যাত্রীরা বিমানে ওঠানামা করেন। জল সরানোর জন্য সঙ্গে সঙ্গে ৬টি পাম্প চালু করা হয় এবং বেলা গড়াতেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রানওয়ের কোনো ক্ষতি হয়নি। তবে দুর্যোগের কারণে বহু যাত্রী রাতভর বিমানবন্দরেই আটকে থাকতে বাধ্য হন।