‘জওয়ান’-এর জন্য জাতীয় পুরস্কার পেলেন কিং খান, কেন বিশেষ এই সম্মান? – এবেলা
এবেলা ডেস্কঃ
বলিউড বাদশা শাহরুখ খান, যিনি রোম্যান্স থেকে অ্যাকশন—সব চরিত্রেই মুগ্ধ করেছেন দর্শকদের, এবার তাঁর ঝুলিতে এলো সর্বোচ্চ সম্মান। ৩৩ বছরের দীর্ঘ অভিনয় জীবনে প্রথমবার সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিলেন কিং খান। ৭১তম জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ‘জওয়ান’ ছবির জন্য এই সম্মান পেলেন তিনি।
মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন শাহরুখ। কালো শেরওয়ানি ও রোদচশমা পরে পোল্যান্ড থেকে সরাসরি দিল্লি উড়ে আসেন তিনি। মঞ্চে উঠে সঞ্চালকের ‘কিং অফ আর্টস’ সম্বোধনে তিনি উড়ন্ত চুম্বন ছুড়ে দেন। বন্ধু রানি মুখোপাধ্যায়ের সঙ্গেও তাঁর কুশল বিনিময় ছিল চোখে পড়ার মতো।
একদিকে যখন শাহরুখ সেরা অভিনেতার পুরস্কার গ্রহণ করছেন, তখন ‘টুয়েলভথ ফেল’ ছবির জন্য সেরা অভিনেতার সম্মান পান বিক্রান্ত মাসে। অন্যদিকে, ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবির জন্য জাতীয় পুরস্কার পান রানি মুখোপাধ্যায়। দক্ষিণের সুপারস্টার মোহনলাল দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন। সেরা হিন্দি ছবির সম্মান পায় ‘কাঠাল আ জ্যাকফ্রুট মিসট্রি’।
মাঝে কয়েক বছর বক্স অফিসে কিছুটা পিছিয়ে পড়লেও, ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডাঙ্কি’-র মতো একের পর এক ব্লকবাস্টার দিয়ে ফিরে এসেছেন শাহরুখ। ‘জওয়ান’-এর জন্য পাওয়া এই জাতীয় পুরস্কার তাঁর কেরিয়ারের একটি নতুন মাইলফলক।