৩৯ বছরে যা ঘটেনি, তাই হলো কলকাতায়! রাতের বৃষ্টির আসল রহস্য ফাঁস করল আবহাওয়া দফতর – এবেলা
এবেলা ডেস্কঃ
আবহাওয়ার অদ্ভুত খেয়ালে আবারও বিপর্যস্ত কলকাতা। বর্ষা বিদায় নেওয়ার পরেও নিম্নচাপের প্রভাবে গত সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত যে বৃষ্টি হয়েছে, তা রীতিমতো রেকর্ড ভেঙে দিয়েছে। আবহাওয়া দফতরের তথ্য বলছে, গত ৩৯ বছরে সেপ্টেম্বর মাসে এমন বৃষ্টি আর হয়নি। কিন্তু কেন এমন অস্বাভাবিক বৃষ্টি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য।
আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে বিপুল পরিমাণ জলীয় বাষ্প কলকাতা ও তার আশপাশের এলাকায় জমা হয়েছিল। আর এই জমা হওয়া মেঘ ভূপৃষ্ঠ থেকে ছিল মাত্র ৫ কিলোমিটার উপরে। সাধারণত, মেঘ এর থেকে অনেক উঁচুতে থাকে। মেঘ মাটির এত কাছে চলে আসার কারণেই বৃষ্টির তীব্রতা ছিল অনেক বেশি।
সোমবার রাত আড়াইটা থেকে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত টানা তিন ঘণ্টা প্রবল বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর সরাসরি ‘মেঘ ভাঙা বৃষ্টি’ শব্দটি ব্যবহার না করলেও, তাদের ব্যাখ্যায় পরিষ্কার যে এই বৃষ্টি ছিল মেঘ ভাঙা বৃষ্টিরই সমান।
তবে এই বৃষ্টি সেপ্টেম্বর মাসের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। এর আগে ১৯৭৮ সালে ৩৭৯.৬ মিমি এবং ১৯৮৬ সালে ২৫৯.৫ মিমি বৃষ্টি হয়েছিল। আর এবারের বৃষ্টির পরিমাণ ২৫১.৪ মিমি।
এছাড়া, বছরের অন্যান্য সময়ের পরিসংখ্যান ধরলে এটি ষষ্ঠ সর্বোচ্চ বৃষ্টিপাত। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, কলকাতাবাসী অতীতেও এমন রেকর্ড বৃষ্টি দেখেছে। তবে চলতি বছরে এমন আকস্মিক ও তীব্র বৃষ্টিপাতের কারণ কী, তা নিয়ে কৌতূহল থাকছেই।