বন্দুকের স্যালুট ও শেষ বিদায়ের আবেগঘন দৃশ্য, স্বামীর নিথর দেহে শেষবার আদর করে যা করলেন স্ত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ

গুয়াহাটি ভারতের জনপ্রিয় গায়ক জুবীন গর্গকে মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় কামারকুচি শ্মশানঘাটে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সহ বহু বিশিষ্টজন তাঁকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন।

অত্যন্ত জনপ্রিয় এই শিল্পীর আকস্মিক মৃত্যুতে তাঁর স্ত্রী গরিমা শোকে ভেঙে পড়েছেন। শেষকৃত্যের সময় তাঁর কান্নায় উপস্থিত সকলের চোখে জল আসে। স্বামীর নিথর দেহে শেষবার আদর করতে দেখা যায় তাঁকে, যা দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। পরিবার ও আত্মীয়রা তাঁকে সামলানোর চেষ্টা করেন।

গুণী শিল্পীর শেষযাত্রায় জনসমুদ্র দেখা যায়। গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে তাঁর মরদেহ যখন কামারকুচি শ্মশানঘাটে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন রাস্তার দুপাশে হাজার হাজার মানুষ তাঁদের প্রিয় শিল্পীর শেষ দর্শন পেতে ভিড় করেন।

মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় মর্যাদায় এবং গান স্যালুটের মাধ্যমে জুবীন গর্গের শেষকৃত্য সম্পন্ন হয়। শ্মশানঘাটে তাঁর জনপ্রিয় গানগুলো বাজানো হয়, যা উপস্থিত সবাইকে আরও বেশি আবেগপ্রবণ করে তোলে।

উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান জুবীন গর্গ। জানা যায়, একটি নৌকা থেকে লাফ দেওয়ার পর তাঁর শ্বাসকষ্ট শুরু হয়, এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। আসাম সরকার তাঁর সম্মানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *