জানতেন না! এক ক্লিকে সমাধান আপনার সব সমস্যার – এবেলা

এবেলা ডেস্কঃ

এই জরুরি নম্বরগুলো হাতের কাছে থাকলে আর চিন্তা নেই। বিপদের সময় সঠিক নম্বর মনে না এলে মুশকিল হতে পারে, কিন্তু এবার আপনার স্মার্টফোনের ডায়াল প্যাডে সেভ করে রাখুন এই নম্বরগুলো। ১১২ হলো ইউনিভার্সাল হেল্পলাইন, যা দমকল, পুলিশ এবং অ্যাম্বুলেন্সের জন্য ব্যবহার করা যায়। ১০০ নম্বরে পুলিশকে, ১০১ নম্বরে দমকলকে এবং ১০২ নম্বরে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া যায়, যা বিশেষত শিশু ও অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য।

এছাড়াও, সড়ক দুর্ঘটনার জন্য ১০৮, মহিলাদের সুরক্ষার জন্য ১০৯১, শিশুদের জন্য ১০৯৮ এবং প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় ১০৭৮ নম্বরটি জরুরি। অনলাইন জালিয়াতি বা সাইবার অপরাধের শিকার হলে ১৯৩০ নম্বরে যোগাযোগ করতে পারেন এবং ট্রেনযাত্রার যেকোনো সমস্যার জন্য ১৩৯ নম্বরে কল করা যাবে। এসব নম্বর হাতের কাছে থাকলে যেকোনো জরুরি পরিস্থিতি সামলানো সহজ হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *