হঠাৎ অতি বৃষ্টিতে ভাসছে কলকাতা শহরের একাধিক এলাকা, এর আগে এমনটা দেখেনি শহরবাসী – এবেলা
এবেলা ডেস্কঃ
গত কয়েক ঘণ্টায় রেকর্ড বৃষ্টিতে কার্যত স্তব্ধ কলকাতা। সোমবার রাত থেকে শুরু হওয়া এই অবিরাম বর্ষণে শহরের বহু গুরুত্বপূর্ণ রাস্তা জলমগ্ন। যানবাহনের চলাচল ব্যাহত হয়েছে, কোথাও কোথাও গাড়ির অর্ধেক অংশ ডুবে আছে। এমনকি বহু বাড়ির নিচতলায় হু হু করে জল ঢুকেছে, যার ফলে স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ও জরুরি পরিষেবা বিভাগ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।
এই অপ্রত্যাশিত বৃষ্টিতে বিভিন্ন এলাকায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ২২.০৯.২০২৫ থেকে ২৩.০৯.২০২৫ সকাল সাড়ে ৬টা পর্যন্ত গড় বৃষ্টিপাত ছিল ২৪৭.৫ মিমি। এর মধ্যে কামডহরি (গড়িয়া) এলাকায় ৩৩২ মিমি, যোধপুর পার্কে ২৮৫ মিমি এবং কালিঘাটে ২৮০.২ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া তপসিয়া, বালিগঞ্জ, চেতলা, মোমিনপুরসহ বিভিন্ন স্থানে ব্যাপক বৃষ্টি হয়েছে, যা শহরের সাধারণ জীবনযাত্রা সম্পূর্ণ বিপর্যস্ত করে তুলেছে।