ভারতীয় হলেই প্রবেশ নিষেধ! রাজস্থানের হোটেলে ‘নো এন্ট্রি ফর ইন্ডিয়ানস’ বিতর্ক, ভাইরাল ভিডিওতে শোরগোল – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজস্থানের যোধপুরের একটি হোটেলকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ, শহরের দিলান ক্যাফেতে ভারতীয়দের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সম্প্রতি আইআইটি যোধপুরের কয়েকজন ছাত্র ওই ক্যাফেতে গেলে তাদের আটকে দেওয়া হয়। এর পর ‘ইন্দিয়ান্স নট অ্যালাউড’ নীতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হোটেল কর্মীদের স্পষ্ট বক্তব্য, এখানে কেবল বিদেশি অতিথিরাই প্রবেশ করতে পারেন, ভারতীয়দের জন্য প্রবেশাধিকার নেই। এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। বহু নেটিজেন ক্যাফের এই নীতির তীব্র নিন্দা করেন।

যদিও ক্যাফে কর্তৃপক্ষের তরফে পরে জানানো হয়, তাদের কোনও কর্মচারী ভুল করে এমন মন্তব্য করে থাকতে পারেন। এই ঘটনার জন্য সেই কর্মীকে ক্যাফে থেকে বরখাস্তও করা হয়েছে। কর্তৃপক্ষ আরও জানায়, তাদের এমন কোনও নীতি নেই। বর্তমানেও বেশ কয়েকজন ভারতীয় অতিথি তাদের হোটেলে অবস্থান করছেন।

তবে এই বিতর্কের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ক্যাফেটিকে নিয়ে নানারকম মিম ও সমালোচনামূলক পোস্ট তৈরি হচ্ছে। এ প্রসঙ্গে ক্যাফের ম্যানেজার আরও জানান, ভাইরাল ভিডিওতে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভুল বোঝাবুঝির ফল।

আইআইটি ছাত্রদের তৈরি করা এই ভিডিওতে যদিও মদের বোতল দেখা গেছে, তবে ক্যাফে ম্যানেজার দাবি করেন তাদের মদের লাইসেন্স নেই। অতিথিরা বাইরে থেকে মদ নিয়ে এসে থাকতে পারেন, কিন্তু তারা ক্যাফেতে মদ সরবরাহ করেন না।

এই ঘটনায় হোটেলটি এখনও পর্যন্ত কোনও অফিসিয়াল বিবৃতি জারি করেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *