একটু ভিন্ন ধরনের জীবন! মনের মতো সঙ্গী না পেয়ে শেষমেশ নিজেকেই বিয়ে করলেন যুবতী – এবেলা
এবেলা ডেস্কঃ
বর্তমান সমাজে যখন সবাই মনের মতো সঙ্গী খুঁজতে ব্যস্ত, তখন ইতালির এক যুবতী করে বসলেন এক অবাক কাণ্ড। মনের মতো জীবনসঙ্গী খুঁজে না পাওয়ায় তিনি নিজেকেই বিয়ে করার সিদ্ধান্ত নেন। পেশায় ফিটনেস ট্রেনার এই যুবতীর নাম লরা মেসি। ২০১৭ সালে ৭০ জন অতিথিকে সাক্ষী রেখে তিনি ধুমধাম করে নিজের বিয়ে সম্পন্ন করেন। সাদা গাউন পরা কনের সাজে সেজে উঠেছিলেন তিনি, ছিল তিন স্তরের কেক এবং উদযাপনের সকল আয়োজন। দীর্ঘ ১২ বছরের সম্পর্ক ভাঙার পর তিনি এই সিদ্ধান্ত নেন।
এই ঘটনা আবারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। লরা মেসি জানিয়েছেন, নিজেকে ভালোবাসা এবং নিজের গল্পের রানী হওয়াটা সবচেয়ে জরুরি। তার এই সাহসী পদক্ষেপের জন্য তিনি পরিবার ও বন্ধুদের থেকে সমর্থন পেয়েছেন। উল্লেখ্য, ভারতেও ২০২২ সালে গুজরাটের ক্ষমা বিন্দু নিজেকে বিয়ে করে এমন একটি দৃষ্টান্ত স্থাপন করেন, যা দেশে-বিদেশে আলোচনার জন্ম দিয়েছিল। যদিও ভারতে এর কোনো আইনি ভিত্তি নেই। এই ঘটনা প্রমাণ করে যে, নিজের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন একটি নতুন সামাজিক ধারা তৈরি করছে।