বৃষ্টিতে ভাসছে কলকাতা, জল-যন্ত্রণার মাঝেই পুজো উদ্বোধন বাতিল মুখ্যমন্ত্রীর! – এবেলা

এবেলা ডেস্কঃ

নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। শহরের বিভিন্ন প্রান্তে জল জমে কার্যত স্তব্ধ জনজীবন। এই জল-যন্ত্রণার ছবি দেখা গেছে লাগোয়া জেলাগুলোতেও। এই পরিস্থিতিতে শহরের একাধিক জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কমপক্ষে ৭ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। এমন ভয়াবহ পরিস্থিতিতে রাজ্য সরকার নবান্নে একটি কন্ট্রোল রুম খুলেছে, যার মাধ্যমে পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির তদারকি করছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তিনি আজ ও আগামীকালের দুর্গাপূজা উদ্বোধন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে জেলার পুজো কমিটিগুলোর ভার্চুয়ালি উদ্বোধন করবেন বলে তিনি জানিয়েছেন।

দুর্যোগ মোকাবিলায় নেওয়া পদক্ষেপ সম্পর্কে মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আকস্মিক দুর্যোগের আক্রমণে বিপর্যস্ত কলকাতা শহরের ও লাগোয়া কিছু এলাকার পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমাদের সহকর্মীরা ও আধিকারিকরা সর্বত্র চেষ্টা চালিয়ে যাচ্ছেন।” ডিভিসি’র জল ছাড়া এবং উত্তরপ্রদেশ ও বিহার থেকে আসা জলের কারণে রাজ্যে এমনিতেই বন্যা পরিস্থিতি ছিল। তার উপর হঠাৎ এই বিপুল বৃষ্টি পরিস্থিতি আরও জটিল করে তুলেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও লেখেন, “আমি মেয়র, মুখ্যসচিব প্রমুখের মাধ্যমে পরিস্থিতির ওপর নজর রেখেছি, প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছি।” মানুষের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে তিনি আগামী দু’দিন সরকারি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। বেসরকারি অফিসগুলোকেও আগামী দু’দিন বাড়ি থেকে কাজ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এই দুর্যোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান, “জীবনের কোন বিকল্প হয় না। তবুও আমরা প্রতি পরিবারের একজনের চাকরি নিশ্চিত করব। ক্ষতিপূরণ দিতে বলেছি সিইএসসি-কেও।” তিনি এই বিষয়ে সিইএসসি’র সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছেন।

পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর নিরন্তর প্রয়াসের অংশ হিসাবে নবান্নে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, যার ফোন নম্বরগুলো হলো: ৯১-৩৩-২২১৪৩৫২৬, ৯১-৩৩-২২৫৩৫১৮৫ এবং টোল ফ্রি নম্বর ৯১-৮৬৯৭৯৮১০৭০। তিনি সবাইকে এই কয়েকটা দিন খুব সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *