মৃত্যু ফাঁদ জাতীয় সড়ক! চন্দ্রকোনারোডে লরির চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক পরিণতি বৃদ্ধার – এবেলা
এবেলা ডেস্কঃ
আবারও এক পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক নিরপরাধ মানুষের। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড এলাকার ৬০ নম্বর জাতীয় সড়কে একটি লরির চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। জানা গেছে, মৃতার নাম দুর্গা বারিক, বয়স আনুমানিক ৬৩ বছর। চন্দ্রকোনার বিলা গ্রামের বাসিন্দা ওই বৃদ্ধা প্রতিদিনের মতো এদিন সকালেও সবজি বিক্রির জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন।
পুলিশ সূত্রে খবর, স্থানীয়দের কাছ থেকে দুর্ঘটনার খবর পেয়ে চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সাহায্যে ওই বৃদ্ধাকে উদ্ধার করে দ্বারিয়গেরিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ঘাতক লরিটি আটক করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়রা বলছেন, এই সড়কে প্রায়শই এমন দুর্ঘটনা ঘটে, যা নিয়ে মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।