ভয়াবহ জলমগ্ন কলকাতা, আদালতের বাইরে থমকে গেল বিচার! বিচারপতিরাও পৌঁছোতে পারলেন না এজলাসে – এবেলা
এবেলা ডেস্কঃ
রাতভর প্রবল বৃষ্টির জেরে কার্যত জলের নিচে চলে গিয়েছে কলকাতা। শহরের বিভিন্ন রাস্তা জলমগ্ন হওয়ায় এর প্রভাব পড়েছে কলকাতা হাইকোর্টের বিচার প্রক্রিয়াতেও। মঙ্গলবার আদালতে হাজির হতে পারেননি বেশিরভাগ বিচারপতি, আইনজীবী এবং কর্মচারীরা। এর ফলে সারাদিন কার্যত বন্ধই ছিল আদালতের স্বাভাবিক কাজকর্ম।
সকাল সাড়ে ১০টায় আদালতের কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও, এজলাসে কর্মী-আইনজীবীদের উপস্থিতি ছিল হাতেগোনা। এজলাসে বিচারপতিরা এলেও আইনজীবী ও কর্মচারীদের অনুপস্থিতির কারণে শুনানি শুরু করা যায়নি। পরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন কয়েকটি মামলার শুনানি করেন। তবে দুপুর ২টোর দিকে যখন কয়েকজন বিচারপতি আবারও এজলাসে ফেরেন, তখনও আইনজীবীদের উপস্থিতি ছিল না।
এই পরিস্থিতিতে তিনটি আইনজীবী সংগঠন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে শুনানি স্থগিত রাখার আবেদন জানায়। তাদের অনুরোধ ছিল, যে মামলাগুলোতে উভয় পক্ষের আইনজীবীরা উপস্থিত আছেন, কেবল সেগুলোরই শুনানি করা হোক। পাশাপাশি, যে মামলাগুলোর শুনানি বাতিল হলো, সেগুলোকে যেন তালিকা থেকে সরিয়ে না দেওয়া হয়। হাইকোর্ট সূত্রে খবর, বিচারপতিরা তাদের এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন।
এদিকে, শহরের প্রাকৃতিক দুর্যোগে অন্তত পাঁচজনের মৃত্যুর ঘটনায় প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়েরের আবেদন জানিয়েছে দুটি সংগঠন। এই বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে চিঠিও পাঠানো হয়েছে।