ভবানীপুরের কাছাকাছি মণ্ডপে কি পা রাখবেন অমিত শাহ হঠাৎ কী ঘটল বঙ্গ রাজনীতিতে – এবেলা

এবেলা ডেস্কঃ
পুজো উদ্বোধনের ঠিক আগেই রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা। জানা গেছে, আগামী শুক্রবার, ২৬শে সেপ্টেম্বর পুজো উদ্বোধন করতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার শুধু একটি নয়, তিনটি মণ্ডপের উদ্বোধন করার কথা রয়েছে তার। এর মধ্যে একটি মণ্ডপ উত্তর কলকাতায় এবং অন্য একটি দক্ষিণ কলকাতায় অবস্থিত। যদিও বিজেপি নেতৃত্ব এখনো শাহের চূড়ান্ত সফরসূচি প্রকাশ করেননি। তবে জল্পনা উঠেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরের কাছেই কোনও মণ্ডপের উদ্বোধন করতে পারেন তিনি।
বিজেপি সূত্র অনুযায়ী, এবারের পুজো উদ্বোধনের পরিকল্পনা ব্যতিক্রমী। বিধানসভা নির্বাচনের আগের বছর, শাহের এই সফর রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর আগে ২০২০ সালে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর ২০২৩ সালেও অমিত শাহ একটি পুজোর উদ্বোধন করেছিলেন। এবার তিনটি পুজো, বিশেষ করে ভবানীপুরের কাছে একটি মণ্ডপে তার উপস্থিতির সম্ভাবনা রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সকলের নজর এখন শুক্রবারের দিকে, যখন তার সফরের বিস্তারিত তথ্য সামনে আসবে।