ক্রিকেট মাঠের পারফরম্যান্স নিয়ে কী বললেন সূর্যকুমার, কেন পাকিস্তান নামটাই নিলেন না তিনি – এবেলা

এবেলা ডেস্কঃ
এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফের একবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে ভারত। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ৬ উইকেটে সহজ জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। এই জয়ের পর সাংবাদিক সম্মেলনে এসে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব এক বিস্ফোরক মন্তব্য করে বসেন। সরাসরি তিনি বলেন, ভারত-পাকিস্তান লড়াই এখন আর কোনো প্রতিদ্বন্দ্বিতাই নয়। এমন মন্তব্য করার কারণ হিসেবে তিনি দুই দলের মধ্যে সাম্প্রতিক ম্যাচের পরিসংখ্যান তুলে ধরেন, যা একপেশেভাবে ভারতের দিকে ঝুঁকে আছে। সূর্যকুমার জানান, যদি দুই দলের মধ্যে জেতা-হারার ব্যবধান খুব কম থাকে, তবেই তাকে আসল লড়াই বলা যায়।
অধিনায়কের এই মন্তব্যে কার্যত স্পষ্ট, ভারতীয় দল পাকিস্তানকে আর শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে দেখছে না। ম্যাচের আগে বা পরে সূর্যকুমার পাকিস্তান নামটি পর্যন্ত উচ্চারণ করেননি, যা ভারতীয় ক্রিকেটারদের আত্মবিশ্বাস ও প্রতিপক্ষের প্রতি তাদের মনোভাব তুলে ধরে। ১৫ বছরে দুই দলের মধ্যে খেলা ৩১টি ম্যাচের মধ্যে ২৩টিতেই ভারতের জয় প্রমাণ করে, মাঠে ভারতীয় দলের আধিপত্য কতটা। সূর্যকুমারের এই খোলামেলা মন্তব্য ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং পাক ক্রিকেট দলের দুর্বলতাকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।
🛑(Live) Asia Cup 2025: দায়িত্বে Andy Pycroft, নতুন নাটক করবে Pakistan? Asianet News Bangla Cricket Adda https://t.co/BPxhiGu6Ee
— Asianetnews Bangla (@AsianetNewsBN) September 21, 2025