ঘরে লাল-হলুদ মশাল, শিরোপা হাতে উচ্ছ্বাসের বন্যায় ভাসছে ইস্টবেঙ্গল – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা ফুটবল লিগের মহারণে শেষ হাসি হাসল ইস্টবেঙ্গল এফসি। ঘরের মাঠে ইউনাইটেড স্পোর্টসের বিপক্ষে ২-১ গোলে জয়লাভ করে লাল-হলুদ ব্রিগেড। ড্র করলেই শিরোপা নিশ্চিত হতো, কিন্তু শুধুমাত্র ড্রয়ে সন্তুষ্ট না থেকে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল তারা। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত উত্তেজনা ছিল তুঙ্গে। যদিও প্রথমার্ধে একাধিক সুযোগ নষ্ট করে ইস্টবেঙ্গল, তবু শেষ পর্যন্ত ডেভিড লালনসাঙ্গা এবং পরিবর্ত ফুটবলার গুইতের গোলে জয় নিশ্চিত হয়।
এই জয়ের ফলে কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল ইস্টবেঙ্গল। ইউনাইটেড স্পোর্টস ম্যাচের একেবারে শেষদিকে ১-১ গোলে সমতা ফিরিয়ে আনলেও, শেষ মুহূর্তে গুইতের জয়সূচক গোলে উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এই শিরোপা জয় ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে আনন্দের ঢেউ এনেছে। সমর্থকদের আবেগ বাঁধ ভাঙা উচ্ছ্বাসে পরিণত হয়েছে, যা তাদের চোখে জল এনেছে।