পুজোর আগে বড় খবর লক্ষ্মীর ভান্ডার উপভোক্তাদের জন্য, টাকা পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা – এবেলা

এবেলা ডেস্কঃ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার নিয়ে ফের নতুন বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। সোমবার অর্থ দফতর থেকে প্রকাশিত এক সংশোধিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেপ্টেম্বরের এই মাসের কিস্তির টাকা উপভোক্তারা পাবেন অক্টোবরের প্রথম সপ্তাহে। এর আগে ১৬ সেপ্টেম্বর জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, চলতি মাসের শেষ সপ্তাহেই টাকা দেওয়া হবে। প্রশাসনিক কারণেই এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে বলে জানা গেছে। পুজো উপলক্ষ্যে বিভিন্ন আর্থিক অনুদান এবং বেতনের লেনদেনের চাপ সামলাতে এই সিদ্ধান্ত বলে প্রশাসন সূত্রে খবর।

তবে নবান্ন আশ্বাস দিয়েছে যে, উপভোক্তাদের কোনো সমস্যা হবে না। পুজোর আগেই নির্দিষ্ট দিনে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, তারিখ সামান্য পিছোলেও সমস্ত যোগ্য উপভোক্তা যথাসময়ে টাকা পাবেন। পুজোর মরসুমে পরিবারের অতিরিক্ত খরচের চাপ সামলাতে এই আর্থিক সহায়তা বড় ভূমিকা পালন করবে। এছাড়া, জয় বাংলা প্রকল্পের টাকাও উপভোক্তাদের অ্যাকাউন্টে অক্টোবর মাসের প্রথম সপ্তাহেই পাঠানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *