কলকাতা লিগের মুকুট উঠল লাল-হলুদের মাথায়, টানা দু’বার চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল! – এবেলা

এবেলা ডেস্কঃ
আইএফএ-র ঘোষণার পর ফের জয়, নতুন রেকর্ড গড়ল ইস্টবেঙ্গল। গতবারের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এবারও ৪১তম খেতাব জিতে নিল। ঘরের মাঠে ইউনাইটেড স্পোর্টসকে ২-১ গোলে হারিয়ে এই জয় ছিনিয়ে নিল লাল-হলুদ ব্রিগেড। ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছিল ইস্টবেঙ্গল। ডেভিডের গোলে ৩৭ মিনিটে এগিয়ে যায় তারা। অসংখ্য সুযোগ তৈরি হলেও ইউনাইটেডের গোলকিপারের দক্ষতায় গোল আসেনি। তবে শেষ পর্যন্ত আর স্কোরলাইন বদলায়নি।
ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার কিছুটা কমিয়েছিল ইস্টবেঙ্গল। সেই সুযোগে খেলায় ফেরার চেষ্টা করে ইউনাইটেড স্পোর্টস। ম্যাচের শেষ মুহূর্তে তারা সমতা ফেরালেও ইস্টবেঙ্গলের জয় আটকানো সম্ভব হয়নি। পরের মিনিটেই শ্যামল বেসরার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এই জয়ের ফলে পরপর দু’বছর কলকাতা লিগের শিরোপা উঠল তাদের হাতে। জয় নিশ্চিত হতেই সমর্থকরা মাঠে নেমে উল্লাসে মেতে ওঠেন।