পাকিস্তান ম্যাচের আগে মুখ খুললেন ফারহান, ‘একে-৪৭’ সেলিব্রেশনের নেপথ্যে কী? – এবেলা

এবেলা ডেস্কঃ
ভারত-পাকিস্তান ম্যাচে ব্যাটে ঝড় তুলে অর্ধেক শতরানের পর ‘একে-৪৭’ চালানোর ভঙ্গিতে কেন উল্লাস করেছিলেন? অবশেষে সেই বিতর্কিত সেলিব্রেশন নিয়ে মুখ খুললেন পাকিস্তানি ব্যাটার সাহিবজাদা ফারহান। এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিরুদ্ধে তাঁর এই আচরণ নিয়ে ক্রিকেটমহলে সমালোচনার ঝড় ওঠে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সাংবাদিক বৈঠকে ফারহানকে প্রশ্ন করা হলে তিনি জানান, এটি তাৎক্ষণিক সিদ্ধান্ত ছিল এবং এর পেছনে কোনও বিশেষ উদ্দেশ্য ছিল না। তাঁর কথায়, ‘আমি জানি না কে কী ভাবে এটাকে দেখছে, আমার তাতে কিছু যায় আসে না।’
নিজের খেলার ধরণ সম্পর্কে বলতে গিয়ে ফারহান আরও বলেন যে তিনি একজন আক্রমণাত্মক ক্রিকেটার। প্রতিপক্ষ যেই হোক না কেন, তিনি সবসময় নিজের স্বাভাবিক খেলাটাই খেলেন। ভারত-পাকিস্তানের মতো স্পর্শকাতর ম্যাচে এই ধরনের উদ্যাপন নিয়ে অনেকেই মনে করছেন, এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে। তবে ফারহান এই বিতর্ক এড়িয়ে গিয়েছেন এবং পুরো ঘটনাকে তাঁর ব্যক্তিগত খেলার অংশ বলে উল্লেখ করেছেন। এই বিতর্কের ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে এমনিতেই খারাপ সম্পর্ক আরও উত্তপ্ত হয়েছে, যা ক্রিকেট সমর্থকদের মধ্যেও উত্তেজনা বাড়িয়েছে।