হোটেলে প্রস্রাব করতে গিয়ে কমোডে ফোঁস ফোঁস শব্দ! এরপর যা ঘটল, জানলে শিউরে উঠবেন – এবেলা
September 24, 2025

এবেলা ডেস্কঃ
রাজস্থানের এক হোটেলের বাথরুমে প্রস্রাব করতে গিয়ে এক পর্যটক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হন। কমোডের কাছে গিয়েই তিনি ফোঁস ফোঁস শব্দ শুনতে পান। কৌতূহলবশত কমোডের ভেতরে উঁকি দিতেই শিউরে ওঠেন তিনি। ভেতরে দেখতে পান একটি বিশাল, বিষধর কোবরা সাপ! এই হাড়হিম করা দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে জ্ঞান হারান ওই যুবক।
ঘটনাটি রাজস্থানের আজমেরের পুষ্করে ঘটেছে বলে জানা গেছে। কমোডের ভেতরে প্রায় পাঁচ ফুট লম্বা কোবরাটি দেখে হোটেলের অতিথিরাও আতঙ্কিত হয়ে পড়েন। খবর দেওয়া হয় সাপুড়েদের বিশেষ দলকে। অনেক চেষ্টার পর অবশেষে সাপটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর, তা দেখে নেটিজেনরা প্রচণ্ড আতঙ্ক প্রকাশ করেছেন।