জিএসটি নিয়ে কেন্দ্রের দাবি নস্যাৎ, পুজো মঞ্চে কেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ

জিএসটি নিয়ে কেন্দ্রের দাবিকে সরাসরি নাকচ করে পুজো মঞ্চ থেকে নতুন রাজনৈতিক বিতর্ক উস্কে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি জিএসটি হার বদল নিয়ে মোদী সরকারের প্রচারের পাল্টা হিসেবে তিনি খিদিরপুর ২৫ পল্লীর পুজো উদ্বোধনে বলেন, এই সিদ্ধান্তের কোনও কৃতিত্ব কেন্দ্রের নয়। জীবনদায়ী ওষুধেও কর বসানো হয়েছে বলে অভিযোগ করে তিনি জানান, রাজ্যের প্রতিবাদের ফলেই জিএসটির নিয়মে বদল আনতে বাধ্য হয়েছে কেন্দ্র।

প্রধানমন্ত্রীর দিকে আঙুল তুলে মমতা বলেন, কেন্দ্র আত্মনির্ভরতার কথা বললেও রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে। একশো দিনের কাজ বা আবাস যোজনার মতো প্রকল্পও বন্ধ হয়ে আছে। তিনি আরও বলেন, জিএসটি গরিব মানুষের সর্বনাশ করেছিল এবং রাজ্যগুলো থেকে টাকা তুলেছিল। তাদের এক পয়সাও খরচ হয়নি, অথচ এখন কৃতিত্ব নিতে আসছে। মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্র জিএসটি নিয়ে যে মিথ্যা প্রচার করছে, তার বিরুদ্ধে রাজ্য সরকার শীঘ্রই বিজ্ঞাপন দেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *