মাঝ আকাশে ভয়ঙ্কর কাণ্ড! এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়ানে ককপিটের দরজা খুলতে গেলেন যাত্রী, তারপর… – এবেলা

এবেলা ডেস্কঃ

বেঙ্গালুরু থেকে বারাণসীগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। উড়ানের কিছু পরেই এক যাত্রী হঠাৎ ককপিটের দরজা খোলার চেষ্টা করেন। তার এই কাণ্ডে বিমানের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও কঠোর সুরক্ষা ব্যবস্থার কারণে ককপিটের দরজা খুলতে তিনি ব্যর্থ হন। ককপিটে প্রবেশের চেষ্টা করায় সেই যাত্রীকে দ্রুত তার আসনে ফিরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা।

বিমানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিমানসংস্থা জানিয়েছে, তাদের শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা কোনোভাবেই ক্ষুণ্ণ হয়নি। বিমানটি বারাণসীতে অবতরণ করার পর অভিযুক্ত যাত্রীকে সিআইএসএফের হাতে তুলে দেওয়া হয়। কেন ওই যাত্রী ককপিটের দরজা খোলার চেষ্টা করেছিলেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে এবং ওই যাত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ এই ঘটনার পরবর্তী পদক্ষেপ খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *