প্রাচীন রাজবাড়িতে আজও অটুট রানির আমলের সেই নিয়ম, কী এমন বিশেষত্ব যা আজও আকর্ষণ করে হাজারো মানুষকে – এবেলা

এবেলা ডেস্কঃ
পূর্ব মেদিনীপুরের ঐতিহ্যবাহী মহিষাদল রাজবাড়ির দুর্গাপূজা এবার ২৫১ বছরে পা দিল। জৌলুস কমলেও, রানি জানকীর সময় থেকে চলে আসা প্রথা ও ঐতিহ্য আজও অমলিন। মহালয়ার পরদিন অর্থাৎ প্রতিপদ থেকেই শুরু হয়ে যায় এই রাজবাড়ির দুর্গোৎসবের প্রস্তুতি। ঘট স্থাপনের মধ্যে দিয়ে সূচনা হয় এই প্রাচীন পুজোর। দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে দর্শনার্থীরা আজও ভিড় করেন এই পূজামণ্ডপে, এক সময়ের রানির অন্দরের পুজো দেখতে।
১৭৭৪ সালে রানি জানকীর হাত ধরে শুরু হয়েছিল এই পুজো। প্রতিপদ থেকে ঘট স্থাপন এবং সপ্তমী থেকে প্রতিমার পুজো শুরু হয়। রাজত্ব চলে গেলেও প্রাচীন রীতিনীতি এখনও কঠোরভাবে পালন করা হয়। ভালো ফসলের আশায় আজও দেবীর পাশে ধান রাখা হয়। একসময় ১০৮টি নীল পদ্ম দিয়ে পুজো হলেও, এখন সাদা পদ্ম ব্যবহার করা হয়। কালের বিবর্তনে কামানের শব্দে সন্ধিপুজো বা হাজার হাজার মানুষের জন্য ভোগ বিতরণের মতো আয়োজন এখন আর না থাকলেও, পর্দার আড়াল ছেড়ে রাজবাড়ির মহিলারা এখন প্রকাশ্যে এসে পুজোতে অংশ নেন।