রক্তাক্ত গাজা, মুহূর্তে উধাও বহু পরিবার, হাহাকার হাসপাতাল জুড়ে – এবেলা

এবেলা ডেস্কঃ

রবিবার গাজা ও লেবাননে ইজরায়েলি হামলার জেরে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪৫ জন। নিহতদের মধ্যে রয়েছেন ১৯ জন মহিলা ও শিশু। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, গাজার দক্ষিণাঞ্চলে একটি আবাসিক ভবনে বিমান হামলায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। একই দিনে মধ্য গাজার একটি শরণার্থী শিবিরে চালানো হামলায় আরও আটজন নিহত হন। এই হামলায় শিফা হাসপাতালের এক নার্স, তাঁর স্ত্রী ও তিন সন্তানও নিহত হয়েছেন। যদিও এই হামলার বিষয়ে ইজরায়েল কোনও মন্তব্য করেনি।

ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির দাবিতে ইতিমধ্যে ইজরায়েলের ভেতরেই ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। শনিবার রাতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, ইজরায়েলের টানা ২৩ মাসের বোমাবর্ষণে গাজায় ইতিমধ্যে ৬৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। প্রায় ৯০ শতাংশ মানুষ বাস্তুচ্যুত এবং এলাকাটি মারাত্মক মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলির মতে, ইজরায়েলি সেনার এই জোরপূর্বক স্থানান্তর গাজার দুর্ভিক্ষ ও মানবিক সংকটকে আরও ভয়াবহ করে তুলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *