বিহারের রাজনীতিতে নয়া চমক, বিধানসভা ভোটের তারিখ কি ফাঁস হয়ে গেল – এবেলা

এবেলা ডেস্কঃ

বিহারের রাজনীতিতে জোর গুঞ্জন, আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ কি তবে চূড়ান্ত হয়ে গেল? সূত্রের খবর, সবকিছু ঠিক থাকলে নভেম্বরের ৫ থেকে ১৫ তারিখের মধ্যেই ভোট হতে পারে। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২২ নভেম্বর বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে, তাই তার আগেই ভোট সেরে ফেলতে হবে। আর সেই প্রস্তুতি খতিয়ে দেখতেই আগামী সপ্তাহে বিহারে যাচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁর এই সফর ঘিরে জল্পনা আরও বেড়েছে।

এদিকে, নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের কাজ জোরকদমে চালাচ্ছে। অভিযোগ উঠেছে, বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ৬৫ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে বিরোধীরা সরব হলেও, কমিশন তাদের কাজ চালিয়ে যাচ্ছে এবং আগামী ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, কমিশনের এই তৎপরতা আসন্ন নির্বাচনেরই ইঙ্গিত দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *